<p>দেশের জনপ্রিয় গায়ক, সুরকার এবং সংগীত পরিচালক আরফিন রুমি। যাকে নতুন শিল্পী গড়ার কারিগরও বলা চলে। একের পর এক হিট গান উপহার দিয়ে শ্রোতাদের পছন্দের শীর্ষে ছিলেন এ গায়ক। তবে মাঝে কিছুটা ছন্দপতন ঘটেছিল তার ক্যারিয়ারে। যদিও খাপ ছাড়া সময় পাশ কাটিয়ে আবারও ট্র্যাকে ফিরেছেন রুমি। ফিরছেন পুরনো ছন্দে। সম্প্রতি বেশ কিছু গান করেছেন, হাতে রয়েছে নতুন অনেক কাজ। দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে জানালেন বর্তমান ব্যস্ততা ও  ক্যারিয়ার নিয়ে ভাবনা।</p> <p>বর্তমানে কাজের ব্যস্ততা নিয়ে রুমি বলেন, ‘নতুন বেশ কিছু গান করেছি। নাটক ও সিনেমার গান করছি। সামনে নতুন কিছু নিয়েও পরিকল্পনা হচ্ছে। নতুন বছরে কিছু সারপ্রাইজ আসতে চলেছে। তবে বর্তমানে গানের কাজ খুব বেশি নেই। কারণ, একসময় অনেক অডিও গান হতো। সিনেমা হতো। এখন তো সিনেমাও বেশি হচ্ছে না। নির্ধারিত কিছু কাজ হয়। এছাড়া মিউজিক ডিরেক্টরও বেড়েছে। শিল্পীদের নিজস্ব গানও কমেছে। এরপর দেশের পরিবর্তিত অবস্থা। সবকিছু মিলিয়েই আসলে কাজের পরিমাণ কমেছে। তাও আমরা গুটি কয়েকজন আছি, যারা কিছু হলেও কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="প্রায় সাড়ে তিন কোটি পারিশ্রমিকে বিপিএলে গাইবেন রাহাত" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734845826-0515346cf6185add760b204dcdf563c3.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>প্রায় সাড়ে তিন কোটি পারিশ্রমিকে বিপিএলে গাইবেন রাহাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460068" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাকা মাতালেন রাহাত ফাতেহ আলী খান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734843526-0630730751b18b15794116e0cac6fa46.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাকা মাতালেন রাহাত ফাতেহ আলী খান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460062" target="_blank"> </a> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/22/1734841304-d4d0a896c5a1d76af882414b6f86625f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাত মিলনায়তনের নাম পরিবর্তন, ‘অযৌক্তিক’ ভাবছেন গুণীজনেরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/22/1460050" target="_blank"> </a></div> </div> </div> </div> </div> </div> <p>একসময় দারুণ ছন্দে থাকা অবস্থায় হঠাৎ সংগীতের আড়ালে চলে যান রুমি। তবে ব্যক্তিগত কারণেই গানের জগতে নিয়মিত থাকতে পারেননি বলেও জানান গায়ক। রুমি বলেন, ‘যখন আমি কাজ করেছি, তখন তেমন কেউ কাজ করেনি। সিডি ক্যাসেটের যুগ তেমন ভালো অবস্থায় ছিল না। সে সময়টাতে ভালো কাজ যারা করেছে, তাদেরই মানুষ গ্রহণ করেছেন। আমার মধ্যেও হয়তো শ্রোতারা ভালো কিছু পেয়েছেন, তাই আমাকেও গ্রহণ করেছেন। পরবর্তীতে পারিবারিক ও ব্যক্তিগত কিছু কারণে কাজ থেকে দূরে চলে গেলাম। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম সে সময়টাতে। তাই গান করা হয়নি। কাজের বাইরে চলে গেলে, এমনিতেই অবস্থানের পরিবর্তন আসবে এটাই স্বাভাবিক। এখন যখন আবারও গানে নিয়মিত হয়েছি, শ্রোতারা কিন্তু আমার গান শুনছেন। আমাকে এখনো মানুষ ভালোবাসে। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া।’</p> <p>নতুন বছরের নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই জানিয়ে গায়ক বলেন, ‘সেভাবে আলাদা করে কোনো পরিকল্পনা নেই। যেভাবে কাজ করছি, সেভাবেই করে যাব। যখন ভালো লেগেছে কাজ করেছি। আবার যখন ভালো লাগেনি, তখন বিশ্রামে চলে গেছি। সবসময় নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়ে কাজ করেছি। আগামীতেও নিজের মতো করেই কাজ করে যাব।’</p> <p>সম্প্রতি ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে রুমির ‘প্রাণসখিয়া’ গানটি বেশ হিট হয়েছে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পল্লবী রায়। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও মেহজাবীনের বোন মালাইকা চৌধুরী।</p>