<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক মাসুদ রানা (২০) এবং শিক্ষার্থী মো. রায়হান (১৫) খুনের বিচার চেয়ে গতকাল শুক্রবার মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের খুন করা হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বিকেলে নাচোলের মল্লিকপুর বাজারে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে নিহতদের স্বজন ও এলাকাবাসী। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। গত বুধবার এ ঘটনায় মামলা করেছেন নিহত মাসুদের বাবা। এতে ১০ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার বাহার আলী মণ্ডলের ছেলে আজিজুল হক ও এজাবুল হকের ছেলে মো. তাসিম। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নাচোল থানার ওসি মো. মনিরুল ইসলাম এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেওয়ান আলমগীর হোসেন জানান, অন্য আসামিদের ধরতে প্রচেষ্টা অব্যাহত আছে।</span></span></span></span></span></p>