<p style="text-align:justify">চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশনে উপজেলা নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন করা হয়।</p> <p style="text-align:justify">কর্মসূচি চলাকালে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে এক ঘণ্টা পর তারা ট্রেনটি ছেড়ে দেয়।</p> <p style="text-align:justify">এ সময় কয়েক শ মানুষ মানববন্ধনে অংশ নেয়। তারা অতি দ্রুত এই স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার দাবি জানায়। একই দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দেয় তারা। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।</p> <p style="text-align:justify">মানববন্ধনে আলমডাঙ্গা নাগরিক কমিটি, উপজেলা বিএনপি, বণিক সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বক্তব্য দেয়।</p> <p style="text-align:justify">তারা বলেন, আলমডাঙ্গাসহ পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলারও বহু বাসিন্দা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলের জন্য এই রেলস্টেশনের ওপর নির্ভরশীল। তবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এ জন্য বহুদিন ধরে ভোগান্তি পোহাচ্ছে তারা।</p> <p style="text-align:justify">এলাকাবাসী জানায়, বহুদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের একমাত্র দ্বিতল ও ঐতিহ্যবাহী এই রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। এবার দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা।</p>