<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু অ্যান্ড কম্পানি চিনিকলে গত শুক্রবার (২০ ডিসেম্বর) আখ মাড়াই মৌসুম উদ্বোধন করা হয়েছে। চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র এর উদ্বোধন করেন। ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে চার হাজার ২০০ টন চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে চিনিকলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে কেরু অ্যান্ড কম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনাসভার আয়োজন করা হয়। চিনিকল সূত্রে জানা গেছে, ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার টন আখ মাড়াই করে চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার হাজার ২০০ টন, যার গড় মাড়াই হার ধরা হয়েছে এক হাজার ১৫০ টন। চিনি আহরণের গড় হার নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ। চলতি মাড়াই মৌসুমে পাঁচ হাজার ১০০ একর জমিতে আখ চাষ হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>