<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে। দখলদারির অবসান হয়নি, শুধু দখলবাজের পরিবর্তন হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে বলে একটি প্রপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে আলেম সমাজকে সচেতন থাকতে হবে।’</p> <p>শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত উপজেলার আলেম-ওলামার সাথে মতবিনিময়সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734789830-61526d8a48b75383420016427d6594f1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/21/1459857" target="_blank"> </a></div> </div> <p>হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজের সার্বিক বিষয়ে কথা বলা আলেম-ওলামাদের দায়িত্ব। আপনারা মসজিদে মসজিদে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে এবং হকের পক্ষে, বাতিলের বিপক্ষে কথা বলুন। বাংলাদেশ নিয়ে দেশে ও বিদেশে চক্রান্ত হচ্ছে আপনারা এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।</p> <p>তিনি বলেন, কেউ কেউ সাম্প্রদায়িক উসকানি দিয়ে সংঘাত লাগানোর চেষ্টা করছে, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে যারা সংখ্যালঘু রয়েছে তারা সবচেয়ে বেশি নিরাপদে রয়েছে। যারা ধর্মীয় উসকানি দিয়ে সংঘাত লাগনোর চেষ্টা করবে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইঞ্জিনের ধোঁয়ায় আচ্ছন্ন বগি, যাত্রীদের ক্ষোভ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734787659-4045f5d95fcfc122cf3a834eb615e920.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইঞ্জিনের ধোঁয়ায় আচ্ছন্ন বগি, যাত্রীদের ক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/21/1459852" target="_blank"> </a></div> </div> <p>মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন প্রমুখ।</p> <p>পরে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি বিভিন্ন ইউনিয়ন পরিষদের দুর্নীতি, শিক্ষা ও চিকিৎসা খাতের অনিয়ম, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ ও সংস্কার নিয়ে জরুরি করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন।</p>