<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারি আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের মতো আছে, শুধু দখলদার ও চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। আপনারা মসজিদের খুতবায় এই দখলদার, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলুন। এটি আপনাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলেম ওলামার সঙ্গে এক মতবিনিময়সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেবিদ্বার শাখা আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে  মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুফতি আবদুল আহাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার তোফাজ্জল হোসেন প্রমুখ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>