<p>মহান বিজয় দিবস উপলক্ষে ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। এই অভিযোগে শুক্রবার (২০ ডিসেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা। উপজেলা সরদর রায়েন্দা বাজারের পাঁচরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা।</p> <p>মানববন্ধনে বক্তারা বলেন, এ বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে অন্যান্য বছরের মতো জাঁকজমকপূর্ণ কোনো অনুষ্ঠান হয়নি। অথচ অন্যান্য বছরের তুলনায় তিনগুণ চাঁদা আদায় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ। </p> <p>শরণখোলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ফকির অভিযোগ করে বলেন, প্রতিবছর বিজয় দিবসে সামর্থ্য অনুযায়ী প্রশাসনকে সহযোগিতা করেন তারা। সবাই মিলে ২৫-৩০ হাজার টাকা দিতেন। কিন্তু এবার চারটি ক্লিনিক থেকে ৩০ হাজার করে এবং ১২টি ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৫ হাজার টাকা করে নিয়েছে প্রশাসন।</p> <p>তিনি জানান, উপজেলার ৪৭টি করাতকল থেকে অন্যান্য বছর সবাই মিলে ২০-২৫ হাজার টাকা দিতেন। সেখানে এ বছর এক লাখ টাকা নিয়েছে প্রশাসন। এভাবে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে লাখো টাকা চাঁদা নিয়েছে উপজেলা প্রশাসন। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান ভুক্তভোগীরা।</p> <p>অভিযোগ তুলে ধরে মানববন্ধনে আরো বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল আহসান শিমুল গাজী, বিএনপি নেনা তালুকদার মো. মধু, কৃষকদলের সভাপতি নজরুল ইসলাম তালুকদার, শ্রমিক দলের সেক্রেটারি সুজন হাওলাদার প্রমুখ।</p> <p>চাঁদাবাজির কথা অস্বীকার করে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ বলেন, স্বেচ্ছায় কয়েকজন ব্যবসায়ী অনুদান দিয়েছেন।</p>