<p style="text-align:justify">কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহের খণ্ডিতাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিলেছে। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন মুমতারিন ফেরদৌস ডরিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যে পরিমাণ সম্পদ রয়েছে ওয়াসার, ঋণ বেশি হওয়ার কারণ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734674730-3a7b2bc27d2f4d3286da0418a40e8193.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যে পরিমাণ সম্পদ রয়েছে ওয়াসার, ঋণ বেশি হওয়ার কারণ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/20/1459449" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘গত নভেম্বরের শেষ সপ্তাহে ওই দেশের সিআইডির ডাকে কলকাতায় গিয়েছিলাম। তখন আমার ডিএনএর নমুনা নেওয়া হয়। তারপর আমার ও আমার বাবার নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। পরে পশ্চিমবঙ্গ সিআইডি আমাকে জানায়, আমাদের নমুনা দুটির ডিএনএর মিল পাওয়া গেছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734674447-baaf94542a40d7deb9a8a917acb1b150.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/12/20/1459448" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">উল্লেখ্য, গত ১২ মে ভারতে যান সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি ওঠেন পূর্বপরিচিত গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরানগরের বাড়িতে। পরদিন ১৩ মে চিকিৎসা করায় গোপালের বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু ওই দিন রাতেই নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের ‘বিইউ-৫৬’ ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।</p>