<p>নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সর্বোচ্চ জয় পেয়েছে আফগানিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে ২৩২ রানের ম্যাচের ঘটনার কারণেই আবার দলটির তারকা পেসার ফজলহক ফারুকি শাস্তি পেয়েছেন।</p> <p>আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে ফারুকিকে। সঙ্গে বাঁহাতি পেসারের নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। আজ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ ভঙ্গ করায় ফারুকির জরিমানা করা হয়েছে।’</p> <p>ফারুকির বিরুদ্ধে কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গের অভিযোগের সত্যতা পেয়েছে আইসিসি। ধারাটি হচ্ছে- খেলোয়াড়, খেলোয়াড়দের সহায়তাকারী ব্যক্তি, আম্পায়ার সম্পর্কিত।</p> <p>আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট প্রকাশের ঘটনাটি ঘটে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের পঞ্চম ওভারে। জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিনের পায়ে বল লাগলে এলবিডব্লিউর আবেদন করেন ফারুকি। তাতে সাড়া দেননি মাঠের আম্পায়ার। কিন্তু তাতে সন্তুষ্ট হতে না পেরে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) ইঙ্গিত দেন আফগানিস্তানের পেসার। তবে সিরিজে ডিআরএস নেই। আর তা না থাকায় এই ইঙ্গিতকে আম্পায়ারের প্রতি অসম্মানজনক বলে ধরা হয়েছে।</p> <p>ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রটের শাস্তি ফারুকি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।</p>