<p>মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তিনটি সেগুন গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গাছ পরিবহনে ব্যবহৃত রেলপথে যাতায়াতের ট্রলি ও গাছের একটি অংশ উদ্ধার করেছে বনবিভাগ। </p> <p>অভিযোগ উঠেছে, বন বিটের লোকজনের যোগসাজশে গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। কেটে নেওয়া গাছের বাজার মূল্য আনুমানিক কয়েক লাখ টাকা। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে লাউয়াছড়া বিট অফিসের পিছনের একটি টিলায় এ চুরির ঘটনা ঘটে।</p> <p>শুক্রবার সরেজমিনে দেখা যায়, লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্ন একটি সেগুন বাগানের তিনটি গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছের গুড়ির আকার ৩-৪ ফুট। চারপাশে কাটা ডালপালা পরে আছে।</p> <p>স্থানীয় সূত্র জানায়, লাউয়াছড়ায় প্রতিদিন হাজারো পর্যটক বেড়াতে আসেন। বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপের লোকজন দিনের বেলায় টাকা রোজগারে ব্যস্ত থাকেন। বন তদারকি না করে গাইডের ভুমিকায় সময় পার করেন তারা। আর এ সুযোগে স্থানীয় চোরচক্রের সদস্যরা দিনে পর্যটক সেজে লাউয়াছড়ায় প্রবেশ করে দেখেন, গাছ কোথায় আছে। পরে সুযোগ বুঝে বনবিভাগের লোকজনের মদদে কেটে নেন তারা।</p> <p>বনবিভাগের লোকজনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে লাউয়াছড়া বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিট কর্মকর্তা আনিছুজ্জামান জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই চোর দল পালিয়ে যায়। তবে সেখান থেকে একটি ট্রলি ও গাছের খণ্ড উদ্ধার করা হয়েছে।</p>