<p>ব্যাট হাতে সময়টা ভালো না কাটলেও অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে শতভাগ পাস লিটন দাস। তার দুর্দান্ত নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে বাংলাদেশ। দলকে এমন স্মরণীয় মুহূর্তে এনে দিয়ে যারপরনাই খুশি উইকেটরক্ষক ব্যাটার।</p> <p>এতে ব্যাটিং জন্য সমালোচনা শুনলেও অধিনায়কত্বের প্রশংসা জুটছে লিটনের কপালে। দলকে সামনেও এমন মুহূর্ত এনে দিতে চান কিনা তা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে নেতৃত্বের ভার নিতে রাজি তিনি। সিরিজের শেষ টি-টোয়েন্টি শেষে বিসিবির কোর্টে এভাবেই বল ঠেলে দিয়েছেন তিনি।</p> <p>অধিনায়কত্বের বিষয়ে লিটন বলেছেন, ‘বিসিবি যদি চায় অধিনায়কত্ব করতে রাজি আছি। দ্বিমত থাকার কথা না। এটা উপভোগ করছি। বোলাররা ভালো করলে অধিনায়কত্বের কাজটা সহজ হয়ে যায়। আমাদের বোলাররা এখন নিজে থেকে জানে কীভাবে ফিল্ডিং সেটআপ করতে হয়। এতে আমার কাজটা অনেক সহজ হয়ে গেছে। এত দিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বোলাররা যেভাবে সামর্থ্য দেখাচ্ছে তাতে মাঠ নিয়ন্ত্রণ করা আমার জন্য সহজ হচ্ছে।’</p> <p>বিসিবিও স্থায়ীভাবে অধিনায়ক খুঁজতেছে। কেননা গত অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার অবর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর সংক্ষিপ্ত সংস্করণে নেতৃত্ব দিয়েছেন লিটন।</p> <p>নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন লিটন। ফর্মে ফিরতে আশাবাদী জানিয়ে উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ব্যাটিং নিয়ে কাজ করছি। সালাউদ্দিন স্যারের সঙ্গে নিয়মিত কাজ করছি। স্যার সবার সঙ্গে খুবই উন্মুক্ত আলোচনা করেন এবং ছোটবেলা থেকে আমাদের চেনেন। বিশ্বাস, খুব দ্রুতই ফর্মে ফিরতে পারব।’</p>