<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর গুলিস্তানের কাপ্তানবাজার থেকে জুরাইনে চলাচল করে ৭০ থেকে ৮০টি লেগুনা। ৫ আগস্টের আগে প্রতিটি লেগুনা থেকে চাঁদা নেওয়া হতো। কিন্তু ৫ আগস্টের পর তাদের কাছ থেকে কেউ চাঁদা নিতে আসেনি। তবে গত মাস থেকে কয়েকজন লোক এসে তাদের কাছে সিটি করপোরেশনের কথা বলে চাঁদা চাইছে। সিটি করপোরেশনের কথা বলায় লেগুনাচালকরা প্রতিদিন ৩০ টাকা করে দিচ্ছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেগুনার মালিক মো. আমির গতকাল শনিবার কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজনৈতিক পটপরিবর্তনের পর কিছু লোক বলছে, তারা সিটি করপোরেশন থেকে কাগজপত্র নিয়ে এসেছে। প্রতিদিন ৩০ টাকা করে চাঁদা দিতে হবে। আমরাও দিয়ে যাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। কারণ অনুসন্ধানে যে বাস্তবতা সামনে চলে এসেছে, সেটি হলো রাজধানীতে নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজি। আর এই চাঁদাবাজির সঙ্গে জড়িত দু-একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। এরই মধ্যে গত ৩০ অক্টোবর রাতে রাজধানীর বাড্ডা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে হাসান হাওলাদার নামের এক লেগুনাচালক নিহত হন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ অবস্থায় রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গতকাল সাংবাদিকদের জানিয়েছেন চাঁদাবাজাদের তালিকা করে অভিযান শুরু হচ্ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দু-তিন দিনের মধ্যে তালিকা ধরে গ্রেপ্তার করা শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, রাজধানীতে কারা চাঁদাবাজি করছে তার তালিকা চেয়ে রাজধানীর ৫০ থানায় ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে বার্তা দেওয়া হয়েছে কয়েক দিন আগে। পরে থানা পুলিশ তাদের এলাকায় যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, তাদের তালিকা তৈরি করে পাঠাচ্ছে। সেই তালিকা ধরেই চলবে অভিযান। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, রাজধানীর নিউমার্কেট, গাবতলী, মিরপুর, গুলিস্তান, মতিঝিলসহ বিভিন্ন এলাকার ফুটপাতের দোকান ও পরিবহন থেকে চাঁদা নিচ্ছে চাঁদাবাজরা। এর মধ্যে নিউমার্কেট এলাকায় আবদুস সাত্তার, হাসান, ইসমাইল হোসেন, কে এম চঞ্চল, নিজাম ব্যাপারীসহ বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। এদের কেউ কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে।   </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, নিউমার্কেট থানা থেকে চাঁদাবাজদের তালিকা পাঠানো হয়েছে ডিএমপি হেডকোয়ার্টার্সে। তবে নিউমার্কেট থানা পুলিশ সেই তালিকা প্রকাশ করতে চায়নি। নিউমার্কেট থানার এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে, তাদের তালিকা করে পাঠানো হয়েছে। আগে নাম প্রকাশ করা সম্ভব নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ব্যবসায়ী ও পরিবহন থেকে এখন চাঁদা নেওয়া হচ্ছে। তবে মোহাম্মদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের এখানে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর রামপুরা এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ইমন, মো. সোহেল, রাতুল ইসলামসহ কয়েকজন। তারা রামপুরা-বনশ্রী এলাকার লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজি করে। চাঁদা চাওয়াকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর খুন হন হাসান হাওলাদার নামের এক লেগুনাচালক। এ ঘটনায় চাঁদাবাজ সোহেল (৩২) ও মো. রাতুল ইসলামকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান হাওলাদার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর মাজহারুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হত্যার ঘটনার পর আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। এজাহারে নাম রয়েছে, এমন তিনজন পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রামপুরার লেগুনাস্ট্যান্ডে চাঁদাবাজির বিষয়ে রামপুরা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফখরুল ইসলাম গতকাল সন্ধ্যায় কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগে চাঁদাবাজি ছিল, বর্তমানে চাঁদাবাজি নেই। কেউ যাতে চাঁদাবাজি করতে না পারে সে জন্য আমরা সব সময় সজাগ আছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি আমি বলতে পারব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>