<p>কোয়ালা! নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক মিষ্টি, ছোট্ট প্রাণী, গাছে বসে ঝিমুচ্ছে। কিন্তু জানেন কি, কোয়ালারা দিনে প্রায় ১৮ থেকে ২২ ঘণ্টা ঘুমিয়ে কাটায়? এমন অলস জীবন কেন, তা জানার আগ্রহ অনেকেরই। চলুন, সহজ ভাষায় তাদের ঘুমকাতুরে স্বভাবের পেছনের কারণগুলো জানি।</p> <p>কোয়ালারা খাবার হিসেবে প্রধানত ইউক্যালিপটাস পাতা খায়। এই পাতায় তেমন পুষ্টি নেই, আর হজম করতেও অনেক সময় লাগে। খাবারে শক্তি কম তাই দেহেও পর্যাপ্ত শক্তি থাকে না এদের। এ কারণে  দিনের বেশির ভাগ সময় ঘুমিয়ে শক্তি সঞ্চয় করে। সহজ ভাষায়, এদের খাদ্য তালিকা একেবারে সীমিত, আর কম পুষ্টির, তাই ঘুমিয়ে কাটায় এরা—এটাই এদের টিকে থাকার কৌশল।</p> <p>তবে এটাই কোয়ালার দীর্ঘ ঘুমের একমাত্র কারণ নয়। আরো কিছু কারণ আছে।</p> <p>কোয়ালাদের শরীরের বিপাক প্রক্রিয়া খুব ধীরগতির। ফলে এদের শরীরও শক্তি ধীরে ধীরে গ্রহণ করে। এক কারণেও দীর্ঘ সময় ঘুমিয়ে বিপাক ক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় দেয় শরীর।</p> <p>ইউক্যালিপটাস পাতায় কিছুটা বিষাক্ত উপাদান থাকে। এ বিষও কোয়ালাদের হজম করতে হয়। দীর্ঘ বিশ্রামের মাধ্যমে এরা শরীরকে সেই বিষাক্ততা সামলানোর সুযোগ দেয়।</p> <p>কোয়ালারা প্রায় সব সময় গাছে বসবাস করে। শিকারি প্রাণীদের হাত থেকে বাঁচতে তারা বেশি নড়াচড়া না করে চুপচাপ গাছে বসে ঘুমিয়ে থাকে। এটাই তাদের সহজ জীবনযাপনের একটি অংশ।</p> <p>যদিও তাদের জীবনধারা আমাদের কাছে অলস বলে মনে হয়, প্রকৃতপক্ষে এটি তাদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার এক দুর্দান্ত কৌশল। কম শক্তি খরচ করে দীর্ঘ সময় বাঁচতে পারা প্রকৃতির বিশেষ কৌশল। তাই কোয়ালাদের ঘুমকাতুরে স্বভাবকে এদের অলসতা বলা চলে না। </p> <p>সূত্র : হাউ ইটস ওয়ার্কস</p>