<p>আয়াতের অর্থ : মানুষের হিসাব-নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে রয়েছে। যখনই তাদের কাছে তাদের প্রতিপালকের কোনো নতুন উপদেশ আসে তারা তা শোনে কৌতুকচ্ছলে, তাদের অন্তর থাকে অমনোযোগী। যারা জালিম তারা গোপনে পরামর্শ করে, এ তো তোমাদের মতো একজন মানুষই, তবু কি তোমরা দেখেশুনে জাদুর কবলে পড়বে? (সুরা : আম্বিয়া, আয়াত : ১-৩)</p> <p>আম্বিয়া পবিত্র কোরআনের ২১তম সুরা। এটি মক্কায় প্রাথমিক যুগে অবতীর্ণ। হাদিসে সুরা আম্বিয়াকে মহামূল্যবান সম্পদ বলা হয়েছে। নবীদের ঘটনাবলি বর্ণিত হওয়ায় সুরার নাম আম্বিয়া রাখা হয়েছে।</p> <p>শিক্ষা ও বিধান</p> <p>১. ‘মানুষের হিসাবের সময় আসন্ন’ দ্বারা কিয়ামতের দিন উদ্দেশ্য। কেননা পৃথিবীর আয়ুর বেশির ভাগই গত হয়েছে।</p> <p>২. কারো কারো মতে, হিসাবের সময় দ্বারা মৃত্যুর ক্ষণ উদ্দেশ্য। কেননা মৃত্যুর পরই মানুষের জবাবদিহি শুরু হয় এবং সে অনুসারে শাস্তি ও পুরস্কার লাভ করে।</p> <p>৩. আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, নতুন উপদেশ দ্বারা কোরআনের নতুন নতুন বিধান উদ্দেশ্য, যা নিয়ে মক্কার মুশরিকরা উপহাস করত।</p> <p>৪. কোরআন, কোরআনের আয়াত ও বিধান নিয়ে উপহাস করা হারাম। এতে মানুষের ঈমান নষ্ট হয়।</p> <p>৫. কোরআনের প্রতি অমনোযোগী হওয়া নিষিদ্ধ। কেননা কোরআনের প্রতি অমনোযোগ মানুষকে পুরো দ্বিন থেকে অমনোযোগী করে দেয়।</p> <p>(জাদুল মাসির : ৫/৩৩৯)</p> <p> </p>