<p>এলিয়েনদের নিয়ে কল্পনা করতে গেলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ছোট্ট শরীর, বড় মাথা, আর মসৃণ সবুজ গায়ের রং। কিন্তু কেন এলিয়েনদের সবুজ রঙের ভাবনা এত জনপ্রিয়? এটা কি বিজ্ঞানীদের কোনো গবেষণার ফল, নাকি শুধুই মানুষের কল্পনা? </p> <p>এলিয়েনদের সবুজ রঙের ধারণা মূলত এসেছে সায়েন্স ফিকশন বই, সিনেমা এবং কার্টুন থেকে। ১৯৫০-এর দশকে সাই-ফাই সিনেমায় এলিয়েন চরিত্রগুলোর রং সবুজ দেখানো শুরু হয়। সেসব চরিত্র রহস্যময় এবং ভিন্নগ্রহের বাসিন্দা হিসেবে উপস্থাপন করা হতো। ধীরে ধীরে এই ধারণা মানুষের মধ্যে গভীরভাবে ঢুকে যায়।</p> <p>সবুজ রং পৃথিবীর প্রাণিজগতের অনেক অংশের সাথেই জড়িত (যেমন গাছপালা)। তবে এটি মানুষের ত্বকের রং থেকে একেবারেই আলাদা। এ জন্য এই রংকে ‘অপরিচিত’ বা ‘বহিরাগত’ ভাবা সহজ।</p> <p>বিজ্ঞান কী বলে?</p> <p>বিজ্ঞানীরা কখনোই নিশ্চিতভাবে বলেননি যে এলিয়েনরা সবুজ রঙের হবে। তবে কিছু যুক্তি দিয়েছেন। সেই যুক্তিগুলো সবুজ রঙের ধারণাকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে।</p> <p>প্রতিটি গ্রহের পরিবেশ ভিন্ন। পৃথিবীতে যেমন ত্বকের রং জলবায়ু এবং সূর্যের আলোয় নির্ধারিত হয়, ভিন্ন গ্রহে ভিন্ন পরিবেশের কারণে এলিয়েনদের ত্বকের রং সবুজ হতে পারে। </p> <p>ক্লোরোফিলের সাহায্যে উদ্ভিদ সূর্য থেকে শক্তি শোষণ করে খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদেরা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে। খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর ওপর নির্ভর করতে হয় না। অন্যদিকে প্রাণীরা খাদ্যের জন্য অন্য উদ্ভিদ বা প্রাণীর ওপর নির্ভরশীল। প্রাকৃতিক কোনো উৎস থেকে প্রাণীরা খাদ্য তৈরি করতে পারে না। </p> <p>ক্লোরোফিলের  রং সবুজ, তাই গাছের পাতা ও ডালপালা সবুজ রঙের। অন্যদিকে ভিনগ্রহী যদি কোনো প্রাণী থেকেই থাকে, তাদেরকে মানুষের চেয়ে উন্নত প্রাণী বলে মনে করেন অনেকেই। তাদের ধারণা, উন্নত এসব প্রাণীরা নিজেরাই নক্ষত্রের আলো থেকে শক্তি শোষণ করে নিজেদের খাদ্য তৈরি করেন। এলিয়েনদের শরীরে ক্লোরোফিলের মতো কোনো রাসায়নিক পদার্থ থাকতে পারে এবং সেই পদার্থের রং সম্ভবত সবুজ। তাই এলিয়েনদের গায়ের রংও সবুজ হবে।</p> <p>সবুজ রং কেন জনপ্রিয় হলো?</p> <p>সবুজ রং সহজেই মানুষের মনে নিরীহ এবং শান্তির প্রতীক হিসেবে জায়গা করে নিয়েছে। সবুজ রং লাল বা কালোর মতো ভয়ংকর নয় কোনো সংকেত বহন করেন। এ জন্য এলিয়েনদের সবুজ রং সাই-ফাই কল্পনায় জনপ্রিয়তা পেয়েছে।</p> <p>এলিয়েনের রং কেমন হতে পারে?<br /> বাস্তবে আমরা এখনো জানি না এলিয়েনের রং কী হবে। এটি নির্ভর করবে তাদের গ্রহের পরিবেশ, শক্তির উৎস (যেমন সূর্যালোক বা অন্য কিছু), শারীরিক গঠন ও বিবর্তনের ওপর।</p> <p>মোদ্দা কথা, এলিয়েনরা আছে কি না তারই নিশ্চয়তা নেই, থাকলেও তাদের সবুজ হতে পারে, না-ও হতে পারে। তারা লাল, নীল, সাদা, এমনকি রংহীনও হতে পারে। আমাদের এই প্রশ্নের উত্তর মিলবে একদিন, যখন আমরা সত্যিকার অর্থে এলিয়েনদের অস্তিত্ব প্রমাণ করতে পারব।</p> <p>সূত্র : হাউ ইট ওয়ার্কস</p>