<p>টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) মহিষমারা ইউনিয়নের আশ্রা বাজার এ ঘটনা ঘটে। </p> <p>নিহতরা হলেন আশ্রা গ্রামের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী বাবা মজিবুর রহমান (৫৮) এবং তার বড় ছেলে জাহিদ (২৭)। </p> <p>প্রত্যক্ষদর্শী জানায়, বাবা ও ছেলে দুজনে মিলে আশ্রা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। আশ্রা বাজারের পশ্চিম পাশে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়।</p> <p>মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।</p>