<p>ইলেকট্রিক ইল হলো বাইম জাতীয় এক ধরনের সামুদ্রিক মাছ। এই মাছ সমুদ্রের গভীরে বসবাস করে। সবচেয়ে মজার আর বিচিত্র ব্যাপার হলো এরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। এই মাছের দেহে ইলেকট্রোসাইটস নামের এক ধরনের কোষ। এই কোষগুলো একসঙ্গে কাজ করে একটি শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ তৈরি করে। </p> <p>ইলেকট্রোসাইট কোষগুলো সিরিজ আকারে সাজানো থাকে, ঠিক যেমন ব্যাটারির সিরিজ কানেকশন থাকে তেমনি। মাছের মস্তিষ্ক বিদ্যুৎ তৈরির থেকে সংকেত এলেই ইলেকট্রোসাইট কোষগুলোতে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। প্রতিটি কোষ একটি ছোট ভোল্টেজ তৈরি করে। একসঙ্গে যোগ হয়ে একটি বড় ভোল্টেজ সৃষ্টি করে।</p> <p>ইলেকট্রিক ইল তার বিশেষ ধরনের পেশী ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে শিকারকে ঘায়েল বা শিকার খুঁজে বের করে।</p> <p>প্রশ্ন হলো, একেকটি ইল কী পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন করে?</p> <p>একটি পূর্ণবয়স্ক ইলেকট্রিক ইল সাধারণত ৫০০-৬০০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এবং এর বিদ্যুৎ প্রবাহের মাত্রা প্রায় ১ অ্যাম্পিয়ার হতে পারে। এটা মুহূর্তের জন্য বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুৎ শিকার ধরতে বা আত্মরক্ষার জন্য ব্যবহার করা হয়।</p> <p>১ অ্যাম্পিয়ার প্রবহমাত্রার বিদ্যুৎ বর্তমান যুগের ১০টি ছয় ওয়াটের বাল্ব জ্বালানো যাবে। যদিও ইলের বিদ্যুৎ একনাগাড়ে উৎপন্ন হয় না। তাই বাল্বগুলো জ্বলেই সঙ্গে সঙ্গে নিভে যাবে।</p> <p>সূত্র : হাউ ইটস ওয়ার্কস</p>