<p>নাগরিকরা টাকা দিয়ে ব্যাকটেরিয়াযুক্ত পানি কিনতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করে রাজশাহী রক্ষা সংগ্রামের নেতা জামায়াত খান বলেন, ওয়াসার সাপ্লাই করা পানিতে কলিফর্ম নামক ব্যাকটেরিয়া ধরা পড়েছে। আর সেই পানি আমাদের নাগরিকদের বাধ্য হয়ে কিনতে হচ্ছে।</p> <p>বিদ্যুৎ বিভাগের ভৌতিক বিল আদায় বন্ধ করা, ওয়াসার নিরাপদ ও সুপেয় পানি নিশ্চিতসহ আসন্ন রমজান মাসে সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন তিনি। শনিবার নগরীর জিরো পয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।</p> <p>মানববন্ধনে বক্তারা বলেন, প্রিপেইড মিটারের নামে ভোক্তাদের নির্ধারিত বিদ্যুৎ ব্যবহারের চাইতে অধিক ইউনিট দেখিয়ে অতিরিক্ত বিল আদায় করছে নেসকো। একইসঙ্গে ওয়াসার সাপ্লাই করা পানিতে কলিফর্ম নামক ব্যাকটেরিয়া ধরা পড়েছে। তারা ব্যাকটেরিয়া ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে। আর টাকা দিয়ে ব্যাকটেরিয়াযুক্ত পানি কিনতে বধ্য হচ্ছেন নাগরিকরা। এদিকে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত না করেই পানির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করছে ওয়াসা। </p> <p>তারা আরো বলেন, প্রতি বছর রমজান মাস এলেই নিম্ন আয়ের মানুষ দুশ্চিন্তা পড়ে। কারণ সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয়। </p> <p>অনিয়ম রোধে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।</p> <p>রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মো. ফায়সল আলম বলেন, মানবদেহের অন্ত্রে বাসকরা কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়াকে কলিফর্ম ব্যাকটেরিয়া বলা হয়। এদের মধ্যে প্রধানতম হলো E. coli|। একে জনস্বাস্থ্যের ভাষায় ইন্ডিকেটর ব্যাকটেরিয়াও বলা হয়।</p>