<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ার গাবতলীতে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পীরগাছা এলাকায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন অভিযুক্ত রিদিয়াত হোসেন বর্ণ। তিনি স্থানীয় রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের আওয়ামী লীগ নেতা শাহিনুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের শিশুবিষয়ক সম্পাদক। তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাবতলী মডেল থানার ওসি আসিক ইকবাল বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় তাঁকে স্থানীয় লোকজন আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>