<p>ঝিনাইদহ সদরে চার ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ভর্তি ১০টি গরু উদ্ধার করা হয়।</p> <p>সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাথকুণ্ডু গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে  তিন ছিনতাইকারীর পরিচয় পাওয়া গেছে।</p> <p>তারা হলেন- যশোরের মানিক, খুলনার রূপসা এলাকার সাইফুল ও গোলজার হোসেন গোলে।</p> <p>স্থানীয় সাগান্না ইউনিয়ন বিএনপির নেতা রাজু আহম্মেদ শিপন জানান, তিনি রাতে ঝিনাইদহ শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বৈডাঙ্গা মাঠের মধ্যে পৌঁছালে একদল গরু ব্যবসায়ী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকেন। তিনি গাড়ি থেকে নেমে জানতে পারেন গরু ব্যবসায়ীদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ছিনতাইকারীরা তাদের ১০টি গরু নিয়ে পালিয়েছে। আহতদের চোখে মুখে পানির ব্যবস্থা করে শিপন ও তার ড্রাইভার ছিনতাইকারীদের ধাওয়া করে। বিএনপি নেতার ডাক চিৎকারে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে বাজারগোপালপুর, নারায়নপুর ত্রিমোহনী, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সড়ক অবরোধ করে। তাদের সঙ্গে যোগ দেয় ডাকবাংলা ও বাজারগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। ছিনতাইকারীরা সে সময় ছিনতাইকৃত মিনি ট্রাক নিয়ে নিকটস্থ নাথকুণ্ডু গ্রামে ঢুকে পড়লে জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে তাদের চার সদস্যকে ধরে গণপিটুনি দেয়। তখন পুলিশ তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।</p> <p>সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নেওয়াজ বলেন, আহতদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।</p> <p>এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, চুয়াডাঙ্গার ডুগডুগি গরুর হাট থেকে কয়েকজন গরু ব্যবসায়ী ১০টি গরু কিনে ফরিদপুরে যাচ্ছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের চোখে মরিচের গুঁড়া দিয়ে গরুগুলো নিয়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে পিটুনি দেয়। উপস্থিত পুলিশ সদস্যরা জনতার রোষানল থেকে ছিনতাইকারীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।</p> <p>ওসি আরো বলেন, এটি ডাকাতি নয়, ছিনতাই বলা যেতে পারে। ছিনতাইকারীদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে তাদের পুরো নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।</p>