বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে শিল্পকলা একাডেমি। গতকাল সোমবার সন্ধ্যায় একাডেমির নন্দনমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমির শিল্পীরা ছাড়াও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন অতিথি শিল্পীরা। অনুষ্ঠানজুড়ে ছিল স্বাধীনতাসংগ্রাম, বিজয় ও চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে গান।
সমবেত যন্ত্রসংগীত ‘দেশের গান’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। ফাহাল হোসাইনের পরিচালনায় একাডেমির শিল্পীরা যন্ত্রসংগীত পরিবেশন করেন। এরপর সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ও আলোর পথযাত্রী’ গানটি। ‘সবকটা জানালা খুলে দাও না’, ‘একবার যেতে দে না’, ‘একতারা লাগে না আমার’, ‘ও আমার দেশের মাটি’ ইত্যাদি গানের একটি যৌথ পরিবেশনা নিয়ে আসেন একাডেমির কণ্ঠশিল্পীরা।
অনুষ্ঠানে আবু হেনা মোস্তফা কামালের কবিতা ‘ছবি’ আবৃত্তি করেন মাহিদুল ইসলাম। ‘দাম দিয়ে কিনেছি বাংলা’ গানের সঙ্গে একটি সমবেত নৃত্য পরিবেশন করেন একাডেমির শিল্পীরা। ‘যে মাটির বুকে’ ও ‘মাগো ভাবনা কেন’ গান দুটি গেয়ে শোনান শিল্পী পিয়াল হাসান। সমবেত নৃত্য পরিবেশন করে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন।
সব শেষে ছিল ব্যান্ডদল আর্টসেল ও লালনের পরিবেশনা। আর্টসেল ‘অন্য সময়’, ‘পথ চলা’, ‘স্বাধীনতা মেডলি’, ‘ধূসর সময়’, ‘দুঃখ বিলাস’ গানগুলো গেয়ে শোনায়। ‘ফেরা’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘অপার হয়ে বসে আছি’, ‘জাত গেল’, ‘গুরুর চরণ’ ও ‘পাগল’ পরিবেশন করে ব্যান্ডদল লালন।
এর বাইরে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ‘২০২৪ : ঐ নূতনের কেতন ওড়ে’ শীর্ষক একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গণ-অভ্যুত্থানের পোস্টার, চিত্রকর্ম, আলোকচিত্র, ভিডিও চিত্র, কার্টুন ও গ্রাফিতি দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী।