<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সারা দেশের সব সরকারি এবং মহানগর ও জেলা সদর পর্যায়ের বেসরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারির ফল মিলবে আজ মঙ্গলবার দুপুরে। শিক্ষার্থীরা যে মোবাইল ফোনের মাধ্যমে ভর্তির আবেদন করেছে, সেখানে এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া ভর্তির ওয়েবসাইটে (</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">https://gsa.teletalk.com.bd/)</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ফল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> জানা যাবে। আজ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি-বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক উইংয়ের উপপরিচালক ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ আজিজ উদ্দিন গতকাল সোমবার গণমাধ্যমকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সকাল সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ ভর্তি লটারির ডিজিটাল প্রক্রিয়া শুরু হবে। দুপুর ২টা থেকে আড়াইটার দিকে শিক্ষার্থীরা ফল পাবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে অভিভাবকরা তাদের লগইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন। ওয়েবসাইটটিতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রধান শিক্ষকরাও নিজ নিজ বিদ্যালয়ের লটারির ফল ডাউনলোড ও প্রিন্ট দিতে পারবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>