<p>নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় আড়াইহাজার উপজেলার ঝাউগড়া পৌরসভায় অবস্থিত জাহিন স্পিনিং মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। </p> <p>জানা যায়, জাহিন স্পিনিং মিলটি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন।</p> <p>খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণ আসেনি।</p> <p>প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়ে। এরপর আগুন বাড়তেই থাকে। আগুনের তাপ বেশি থাকায় কোনোভাবেই সামনে যাওয়া যাচ্ছে না।</p> <p>আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসেনি।</p>