<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করে অসাম্প্রদায়িক দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা। জাতীয় শিক্ষা ও সংস্কৃতি আন্দোলন আয়োজিত আলোচনাসভায় তারা বলেছেন, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে সারা দুনিয়ার শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আসছে। তাই রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে শিক্ষানীতির পরিবর্তন ও পরিমার্জন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক প্রণয়ন না করলে বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল সোমবার রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে মিনার মসজিদসংলগ্ন মাঠে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও চলচ্চিত্র প্রদর্শনীতে এসব কথা বলেন বক্তারা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>