<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাপমাত্রা বাড়ায় গত কিছুদিনের তুলনায় শীতের তীব্রতা কমেছে গতকাল সোমবার। দেশের কোথাও শৈত্যপ্রবাহও ছিল না। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ মঙ্গলবারও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য লঘুচাপের বড় কোনো প্রভাব নেই দেশে। তবে শুক্র ও শনিবার দেশের কোনো কোনো অঞ্চলে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ কালের কণ্ঠকে বলেন, ২১ ডিসেম্বরের (শনিবার) পর তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। মাসের শেষ ভাগে দেশের কোনো কোনো অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আজ। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ। আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) প্রায় অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯.২ ডিগ্রি। অধিদপ্তরের হিসাবে, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তা মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তবে শুধু দেশের একটি অঞ্চলে হলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয় না। কয়েকটি অঞ্চলে টানা তিন দিন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে তখন সে পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ হিসেবে ঘোষণা দেয় অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>