<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অপহরণের পর ধর্ষণ। গত প্রায় চার মাস আটকে রেখে চালানো হয়েছিল পাশবিক নির্যাতন। এক পর্যায়ে চোখ তুলে মারাত্মক আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় তার বাড়ির সামনে। অবশেষে সেই কিশোরী গতকাল সোমবার দুপুরে না ফেরার দেশে চলে গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এমন ঘটনা ময়মনসিংহের নান্দাইলের সিংরুইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের। বিচার চেয়ে আদালতে সালিসি আবেদনের পর ময়মনসিংহ পিবিআই তদন্ত করলেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, নারায়ণপুর গ্রামের মো. আবুল কালামের মেয়ে পাপিয়া আক্তার (১৪) নান্দাইল উপজেলার বাকচান্দা ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পাশের স্থানীয় বাকচান্দা আব্দুস সামাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও কচুরী গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে হোসাইন (১৯) তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় গত জুন মাসের এক তারিখ। প্রায় চার মাস অজ্ঞাত স্থানে রেখে গত ৬ সেপ্টেম্বর দুপুরে অপহৃতকে ফেলে রেখে যায় বাড়ির সামনে সড়কের পাশে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আদালতে বিচারের জন্য আবেদন করলে আদালত মামলাটি তদন্তের দায়িত্ব দেয় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্তের দায়িত্ব পেয়েছিলেন পরিদর্শক মোসলেহ উদ্দিন। কয়েক দিন ধরেই তিনি বলছিলেন সিআর মামলায় প্রতিবেদন ছাড়া তার কিছুই করার নেই। মৃত্যুর পর গতকাল সোমবার ফের জানতে চাইলে তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে দেখা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন আমরা আমাদের মতো করে আইনি প্রক্রিয়া করব। তার পরও নিহতের পরিবার যদি থানায় হত্যা মামলা করে করতে পারে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"> </p>