<p>রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালমা আক্তার (৩৩) নামের এক নারী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মূলত ঝগড়ার কারণেই খুন হয়েছেন ওই নারী। শুক্রবার (২০ ডিসেম্বর) পুলিশ সুপার মোছা. শামিন পারভীন এ তথ্য নিশ্চিত করেন।</p> <p>এ ঘটনায় জড়িত রাজবাড়ী বালিয়াকান্দির গোবিন্দপুরের আলাউদ্দিন শেখের ছেলে আরিফ শেখকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>পুলিশ সুপার জানান, সালমা হত্যাকাণ্ড ছিল একেবারেই ক্লুলেস। কোনো তথ্য-উপাত্ত পুলিশের কাছে ছিল না। শুধু গলা চেপে হত্যা করা হয়েছিল, এই তথ্যটুকুই ছিল। </p> <p>তিনি আরো জানান, সালমার বাড়ি থেকে ৩০ গজ দুরে ছিল আরিফ নামের এক ব্যক্তির বাড়ি। ১ নভেম্বর আরিফের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে আরিফ ওই নারীকে ধাপ্পর দেন। তখন পাল্টা জবাব দিতে আরিফের ওপর আক্রমণ করেন সালমা। এ সময় ওই নারীর গলা চেপে ধরে মাটিতে ফেলে মুখ চেপে ধরেন আরিফ। এক পর্যায় আরিফ বুঝতে পারে ওই নারী মারা গেছেন। <br /> তিনি জানান, ঘটনাটি ধামাচাপা দিতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার নাটক সাজিয়ে স্বপরিবারে বাড়ি থেকে পালিয়ে যান আরিফ। </p> <p>আরিফের শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এলে এলোমেলো তথ্য দেন। কিন্তু তদন্ত ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, ঘটনার পরদিন সকাল পর্যন্ত আরফি এলাকায় ছিলেন। তখন তারা নিশ্চিত হন আরিফ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। <br /> ২০ ডিসেম্বর ভোরে অভিযান চালিয়ে সাভারের গেন্ডা এলাকা থেকে আরিফকে গ্রেপ্তার করা হয়। সেখানে রাজমিস্ত্রীর কাজ করছিলেন তিনি। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সালমা হত্যায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন আরিফ।</p> <p>এ সময় রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজীব, জেলা ডিবি পুলিশের ওসি মফিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।</p> <p>১ নভেম্বর রাতে বালিয়াকান্দির গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই এলাকার সৈয়দ আলী মণ্ডলের মেয়ে সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ।</p>