<p style="text-align:justify">বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আমরা বিপদে পড়লে আল্লাহর ওপর ভরসা করি, আর আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার ভরসা ভারতের ওপরে। শেখ হাসিনা বিপদে পড়লে তার একমাত্র জায়গা ভারত। হাসিনা কাফেরদের দোসর। ভারত সরকারের বাংলাদেশের হিন্দুদের জন্য কোনো দরদ নেই, ভারতের সব দরদ শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য। কারণ শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকলে তারা আমাদের দেশকে ইচ্ছেমতো লুটপাট করতে পারে। আমাদের দেশকে শোষণ করতে ও লুটপাট করতে তখন ভারতের সুবিধা হয়। এ জন্যই ভারতের শেখ হাসিনার জন্য এত মায়াকান্না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘শেখ হাসিনা ও আওয়ামী লীগকে বাঁচাতে তাই ভারতীয় মিডিয়া প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। হাসিনা ভারতে বসে বসে আমাদের দেশকে অশান্ত করতে একের পর ষড়যন্ত্র করছেন। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে এবং তাদের আত্মগোপনে থাকা নেতাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত মিথ্যা সংবাদ প্রচার করে দেশকে অশান্ত করার অপচেষ্টা চলছে। দেশের মানুষকে তাদের এসব ষড়যন্ত্র সর্ম্পকে সজাগ থাকতে হবে।’</p> <p style="text-align:justify">দুলু বলেন, ‘যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে একদিন তারাই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে।’</p> <p style="text-align:justify">আজ শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনী ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">ছাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে স্থানীয় পণ্ডিতগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুলুর মেয়ে ব্যারিস্টার তাসনুভা তাবাসসুম রাত্রী, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল প্রমুখ।</p> <p style="text-align:justify">জনসভায় দুলু আরো বলেন, ‘অন্তবর্তী সরকারকে আরো কঠোর হতে হবে। শক্ত হাতে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচার নিয়ন্ত্রণ করতে না পারলে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা অব্যহত রাখবে। প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিলে একটি নির্বাচিত সরকার এলে এসব অপতৎপরতা বন্ধ হয়ে যাবে।’</p>