<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৯ হাজার ৮০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন, ঢাকা বিভাগে ৫৭ জন, চট্টগ্রামে ৩০ জন, বরিশাল বিভাগে ২৮ জন, খুলনায় ২৬ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন রয়েছে।</span></span></span></span></p>