<p>বর্তমানে দেশে দুই কোটি প্রবীণ জনগোষ্ঠী রয়েছে। দিন দিন এই সংখ্যা আরো বাড়ছে। গবেষণা বলছে, ২০৪০-৫০ সালে দেশের মোট জনসংখ্যার ২০ থেকে ২৫ ভাগ থাকবে প্রবীণ জনগোষ্ঠী। এই বিশালসংখ্যক প্রবীণ জনগোষ্ঠীর জন্য দেশে সেবাভিত্তিক তেমন কোনো প্রতিষ্ঠান গড়ে উঠেনি। তাছাড়া গড়ে ওঠা ওল্ড হোম বা বৃদ্ধাশ্রমগুলোরও রয়েছে নানা সীমাবদ্ধতা।</p> <p>আশার কথা যে, এমন পরিস্থিতির মধ্যে দেশে যাত্রা শুরু করল জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস্ নামে প্রথম পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রবীণ নিবাস। এটি জাপানের আধুনিক ওল্ড কেয়ার হোমের আদলে গড়ে তোলা হয়েছে। ঢাকার পূর্বাচলের পাশে রূপগঞ্জে অবস্থিত এই প্রতিষ্ঠানটি জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।</p> <p>শুক্রবার (২০ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এটির উদ্বোধন করেন এটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. সরদার এ নাঈমের মা রাজিয়া কাদের, সহধর্মিনী অধ্যাপক আশা ইসলামের বাবা অধ্যাপক সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালকদের বাবা-মায়েরা। এসময় উপস্থিত ছিলেন দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাপান থেকে আগত অতিথিরা।</p> <p>অনুষ্ঠানে ‘প্রবীণের স্বাস্থ্যকথা’ নামের একটি ম্যাগাজিনের প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। ঘোষণা দেওয়া হয়, প্রতি তিন মাস পর পর ম্যাগাজিনটি প্রবীণদের জন্য প্রকাশিত হবে। </p> <p>জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের বিভিন্ন ভবন ঘুরে জানা গেছে, প্রবীণদের জন্য এখানে ২৩২টি অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট, ১৫০ শয্যার কেয়ার সেন্টার এবং ৮০ শয্যার পেলিয়েটিভ কেয়ার ও হসপিস্ কেয়ার সুবিধা রয়েছে। </p> <p>তাদের চিকিৎসা সেবায় এখানে সার্বক্ষণিক থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ফিজিওথেরাপিস্ট, দক্ষ নার্স, পুষ্টিবিদ, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পেশাদার কেয়ার গিভার।</p> <p>চিত্তবিনোদন ও সুস্থতার জন্য থাকছে সুইমিং পুল, জ্যাকুজি, স্টিম বাথ, লাইব্রেরি, মুভি থিয়েটার, রিভার ক্রুজ, ইনডোর গেমসের ব্যবস্থা ইত্যাদি। প্রার্থনা, যোগব্যায়াম ও ধ্যানের জন্য থাকছে স্পিরিচুয়াল ওয়েলনেস সেন্টার। বিনোদনের জন্য লাইব্রেরি, মুভি থিয়েটার, রিভার ক্রুজ ও নানাধরনের ইনডোর গেমসের ব্যবস্থা থাকছে।</p> <p>প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশে ল্যাপারোস্কপিক সার্জারির পথিকৃত অধ্যাপক ডা. সরদার এ নাঈম বলেন, আজ থেকে ৩২ বছর আগে পড়াশোনা শেষ করে জাপান থেকে দেশে ফিরে তৈরি করেছিলাম জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। তখন থেকেই প্রবীণদের নিয়ে দেশে একটা ভালো কিছু করার পরিকল্পনা ছিল। আলহামদুলিল্লাহ! আজ সে পরিকল্পনা বাস্তবে রূপ নিল।</p> <p>তিনি আরো বলেন, এটি ছিল আমাদের ড্রিম প্রজেক্ট। আমরা যখন জাপানে পড়ালেখা করি তখন দেখেছি, জাপানিজরা বয়োজ্যেষ্ঠদের জন্য ব্যতিক্রম চিন্তা-ভাবনা করে। যার কারণে জেরিয়াট্রিক কেয়ার বা বয়োজ্যেষ্ঠদের সেবার জাপান পৃথিবীতে অনেক এগিয়ে গিয়েছে। অথচ আমাদের দেশে এখনো কোনো জেরিয়াট্রেশিয়ান নেই।</p> <p>তিনি বলেন, প্রবীণদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও আনন্দময় জীবনযাপনের লক্ষ্যে নিঃসন্দেহে এটি একটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত হতে পারে।</p> <p>দিনব্যাপী পিঠা উৎসব ও মধ্যাহ্নভোজের এই অনুষ্ঠানে আগত অতিথিরা অত্যাধুনিক প্রবীণ নিবাসটির বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখেন। শেষে ছিল ডাউন সিনড্রোম শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।</p>