<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশে গত এক দিনে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮২ জন। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয় হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে মারা গেছে ৪৯৪ জন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে; মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। অন্যদিকে নভেম্বরে রোগী ভর্তি হয়েছে ২৯ হাজার ৬৫২ জন, মৃত্যু হয়েছে ১৭৩ জনের।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। এই বয়সের আক্রান্ত ৩৮ হাজার ৫৩৮ জন, যা মোট আক্রান্তের ৪২ শতাংশ। মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে ২১ থেকে ৪০ বছরে। এই বয়সে মারা গেছে ১৭২ জন, যা মোট মৃত্যুর ৩৬ শতাংশ। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল যে ছয়জন মারা গেছে তাদের দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ এবং রাজশাহী বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৭৬ জন, ঢাকা বিভাগে ২০১, ময়মনসিংহে ৩৩, চট্টগ্রামে ১৪১, খুলনায় ৯১, রাজশাহী বিভাগে ৫৪, রংপুর বিভাগে ১১, বরিশাল বিভাগে ৬৭ এবং সিলেট বিভাগে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৮ হাজার ৯৮৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ২৮ হাজার ৬৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এক হাজার ১৯৩ জন; আর এক হাজার ৬৭৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৫ হাজার ৪২৮ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৯২৩ জন। এ বছর সবচেয়ে বেশি, ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>