<p>ইসরায়েলের সেনাবাহিনী সোমবার জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের একজন সেনা নিহত হয়েছেন এবং তার দেহ তখন থেকেই গাজায় আটকে রাখা হয়েছে। </p> <p>সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ক্যাপ্টেন ওমর ম্যাক্সিম নেউট্রা ২১ বছর বয়সে নিহত হন এবং তার দেহ এখনো একটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর কাছে আটক রয়েছে।</p> <p>গাজায় জিম্মিদের আত্মীয়দের প্রচারাভিযান গ্রুপ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম নেউট্রার মৃত্যুর জন্য শোক প্রকাশ করে জানিয়েছে, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। পরে ইসরায়েলে অভিবাসন নিয়ে সেখানে সেনাবাহিনীতে যোগ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কায়রোতে গুতেরেসের বার্তায় গাজার ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’ চিত্র" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/02/1733145188-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কায়রোতে গুতেরেসের বার্তায় গাজার ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’ চিত্র</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/02/1453106" target="_blank"> </a></div> </div> <p>ফোরামটি এদিন এক বিবৃতিতে বলেছে, ‘আজ সকালে তার পরিবারকে ৭ অক্টোবর তার মৃত্যুর খবর জানানো হয়েছে।’</p> <p>এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘সাঁজোয়া বাহিনীর একজন বীর সেনা’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি সোমবার এক বিবৃতিতে বলেন, ‘আমরা বিশ্রাম নেব না’, যতক্ষণ না নেউট্রার দেহ ইসরায়েলে ফিরিয়ে নিয়ে এসে দাফন করা হয়।</p> <p>ইসরায়েলি সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০৮ জন নিহত হয়, যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক ছিল। পাশাপাশি ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়, যার মধ্যে কয়েকজন ইতিমধ্যে মারা গিয়েছে। সেনাবাহিনীর হিসাবে, ৯৭ জন এখনো গাজায় জিম্মি রয়েছে এবং এদের মধ্যে ৩৫ জন মারা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733048706-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইসরায়েলি জিম্মির নতুন ভিডিও প্রকাশ করেছে হামাস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/01/1452667" target="_blank"> </a></div> </div> <p>অন্যদিকে ইসরায়েলের পাল্টা সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৪২৯ জন নিহত হয়েছে বলে ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, যা জাতিসংঘ বিশ্বস্ত হিসেবে বিবেচনা করে।</p> <p>সূত্র : এএফপি</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল’" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731585020-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘সেনাদের প্রকৃত মৃত্যুর সংখ্যা গোপন করছে ইসরায়েল’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446612" target="_blank"> </a></div> </div>