<p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। স্থানীয় সময় গত শুক্রবার এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, এসব অস্ত্রের মধ্যে রয়েছে যুদ্ধবিমান, শত্রুকে আক্রমণে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ, গোলা এবং ওয়ারহেড। তবে এই চুক্তি বাস্তবায়নে মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের অনুমোদন লাগবে।</span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিক্ষোভকারীরা কয়েক মাস ধরে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছে, কিন্তু এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নীতি অপরিবর্তিত রয়েছে। গত আগস্টে ইসরায়েলের কাছে দুই হাজার কোটি ডলারের যুদ্ধবিমান এবং সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। এদিকে গত শুক্রবার এশিয়ার ঘনিষ্ঠ মিত্র জাপানের কাছে ৩৬০ কোটি ডলারের অত্যাধুনিক আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সমরাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স, এএফপি</span></span></span></span></span></p>