বিএনপি নেতাকে মারধর করে পদ খোয়ালেন যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতাকে মারধর করে পদ খোয়ালেন যুবদল নেতা

লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলা চালিয়ে বিএনপি নেতা আবদুল খালেককে মারধরের ঘটনায় যুবদল নেতা শাহাদাত হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শাহাদাত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহাদাতকে কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, শাহাদাত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সঙ্গে খারাপ আচরণ করেছে। এজন্য তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

প্রসঙ্গত, ২৩ নভেম্বর রামগঞ্জের কাঞ্চনপুরে মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় বিএনপি নেতা খালেকের ওপর হামলা করা হয়। তিনি উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। খালেক কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। 

মন্তব্য

সম্পর্কিত খবর

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

বরিশালের গৌরনদীতে প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শি‌বির নেতা‌কে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। আজ শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃত শি‌বির নেতার নাম মাইনুল ইসলাম পলাশ। তি‌নি গৌরনদী উপজেলা শিবিরের সে‌ক্রেটা‌রি ছিলেন।

গতকাল শুক্রবার সকা‌লে ‘বেহায়াপনার’ মামলায় পালাশকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সেদিন বিকা‌লে তা‌কে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপ‌তি আকবর হো‌সেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে উপ‌জেলা শাখা সাথী ও সেক্রেটারি মইনুল ইসলাম পলাশ‌কে সংগঠন থে‌কে স্থায়ীভাবে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে ঘটনার তদ‌ন্তে তিন সদ‌স্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

 

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে জানান তারা। পুলিশ গিয়ে নারীসহ পলাশকে আটক করে।

ওসি আরো জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি।

তবে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনের ২৯০ ধারায় অশ্লীলতা ও বেহায়াপনার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ফাঁসির আসামিরাও এখন সাধারণ ওয়ার্ডে

রফিকুল ইসলাম, বরিশাল
রফিকুল ইসলাম, বরিশাল
শেয়ার
ফাঁসির আসামিরাও এখন সাধারণ ওয়ার্ডে
সংগৃহীত ছবি

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৮৫ আসামিকে কনডেমড সেল থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। এর ফলে তাদের জীবনযাত্রায় এসেছে কিছুটা স্বস্তি। আগে ৬ ফুট বাই ৬ ফুটের অন্ধকার প্রকোষ্ঠে তিনজন করে গাদাগাদি করে থাকতে হতো এই আসামিদের। এখন তারা সাধারণ কয়েদিদের মতোই আলাদা কক্ষে থাকছেন।

কারাবিধি অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেমড সেলে রাখার কোনো বাধ্যবাধকতা নেই। তবে দীর্ঘদিন ধরে এটি একটি রেওয়াজ হিসেবে চলে আসছিল। হাইকোর্টের রায় অনুযায়ী, মৃত্যুদণ্ডের সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কনডেমড সেলে রাখা যাবে না। এই রায়ের পরিপ্রেক্ষিতে বরিশাল কারাগারে ফাঁসির আসামিদের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

বরিশাল কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেমড সেল থেকে সাধারণ ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। তারা এখন সাধারণ কয়েদি ও হাজতিদের মতোই থাকছেন। কারাগারে তাদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে।

কারাগারে থাকা এক ফাঁসির আসামি বলেন, কনডেমড সেলে থাকা মানে মৃত্যুর আগে আরেক মৃত্যুযন্ত্রণা ভোগ করা।

এখন সাধারণ ওয়ার্ডে থাকায় কিছুটা স্বস্তি পেয়েছি।

২০০১ সালে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অলি উদ্দিন বাঘা বলেন, ২১ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর গ্রেফতার হয়েছি। কনডেমড সেলে থাকার সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এখন সাধারণ ওয়ার্ডে থাকায় কিছুটা স্বস্তি পেয়েছি।

হাইকোর্টের রায় অনুযায়ী, মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স, আপিল, রিভিউ এবং রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার মতো সব আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কনডেমড সেলে রাখা যাবে না।

এই রায়ের পরিপ্রেক্ষিতে বরিশাল কারাগারে ফাঁসির আসামিদের সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

বরিশাল কারাগারে বর্তমানে ৪৩১ জন হাজতি ও ৪৩৮ জন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন। তাদের নিরাপত্তার জন্য প্রায় ৩৫০ জন কারারক্ষী দায়িত্ব পালন করছেন।

মন্তব্য

হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ

হিলি ( দিনাজপুর) প্রতিনিধি
হিলি ( দিনাজপুর) প্রতিনিধি
শেয়ার
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: কালের কণ্ঠ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সরকারি ছুটির কারণে ভারতীয় ব্যবসায়ীরা আজ (১৫ মার্চ) হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রেখেছেন। তাদের সংগঠন হিলি এক্সপোর্টারস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন বিষয়টি আমাদের জানিয়েছে।

তিনি আরও জানান, শনিবার ভারতের পক্ষ থেকে কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশের অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোডের কাজ চলছে। রোববার থেকে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও স্বাভাবিক হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত। তাই হোলি উৎসব উপলক্ষে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, হোলি উৎসবের কারণে এক দিনের এই বিরতির প্রভাব সামান্য। রোববার থেকে আবারও বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে বলে তারা আশাবাদী।

মন্তব্য
ময়মনসিংহের ধোবাউড়া

প্রাইভেট কারভর্তি মদের বোতল, পুলিশ দেখে গাড়ি লক করে পালাল ড্রাইভার

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
প্রাইভেট কারভর্তি মদের বোতল, পুলিশ দেখে গাড়ি লক করে পালাল ড্রাইভার
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের ধোবাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মদসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান চালানো হয়। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সাদা টয়োটা প্রিমিও প্রাইভেট কারে করে চোরাকারবারিরা ভারতীয় চোরাই মদ পরিবহন করছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গলইভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাড়িটি লক করে ড্রাইভার ও সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ মিস্ত্রির সাহায্যে গাড়ির লক খুলে তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ১৩৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এর বাজারমূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় হালুয়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। যারা এ কাজে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এই অভিযানে ব্যবহৃত ২৮ লাখ টাকা মূল্যের প্রাইভেট কারটিও আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ বলছে, চোরাই মদ পরিবহনের এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

স্থানীয়রা পুলিশের এই অভিযানের প্রশংসা করেছেন এবং মাদকবিরোধী অভিযান আরো জোরদার করার দাবি জানিয়েছেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ