<p>লক্ষ্মীপুরের রামগঞ্জে হামলা চালিয়ে বিএনপি নেতা আবদুল খালেককে মারধরের ঘটনায় যুবদল নেতা শাহাদাত হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p>বহিষ্কৃত শাহাদাত উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। </p> <p>যুবদলের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে শাহাদাতকে কাঞ্চনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদকসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন ও সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন এই সিদ্ধান্ত অনুমোদন করেন।</p> <p>জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, শাহাদাত দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সঙ্গে খারাপ আচরণ করেছে। এজন্য তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। </p> <p>প্রসঙ্গত, ২৩ নভেম্বর রামগঞ্জের কাঞ্চনপুরে মেলার নামে চাঁদা উত্তোলনে বাধা দেওয়ায় বিএনপি নেতা খালেকের ওপর হামলা করা হয়। তিনি উপজেলা বিএনপির সদস্য ও কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। খালেক কাঞ্চনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। </p>