রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বিষপানে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামী সাগরের বিরুদ্ধে খিলগাঁও থানায় অভিযোগ করেছে এবং পুলিশ তাকে আটক করেছে।
বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা গৃহবধূ শারমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শারমিন জাহান শাম্মী বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।
শারমিনের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, তার মেয়ে সম্পর্ক করে গত ৬ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর কয়েক মাস ভালোই কাটছিল তাদের সংসার। জামাই গাড়িচালক।
পরে জানতে পারি, সাগর প্রায় নেশা করত। ঠিকমতো কাজকর্ম করে না। এসব নিয়ে আমার মেয়েকে মারধর করত। এ সব নিয়ে বেশ কয়েকবার বিচার সালিসি করা হয়েছে।’
আরো পড়ুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি
তিনি অভিযোগ করে বলেন, ‘সাগর আমার মেয়েকে মারধর করেছে। গত মঙ্গলবার বাসার বাজার করা নিয়ে মারধর করে, পরদিন বুধবার বিকেলে মেয়ে কীটনাশক জাতীয় ট্যাবলেট পান করে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় তারা। পরে তাকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই শারমিন জাহান শাম্মী বলেন, ‘এ ঘটনায় মৃত শারমিনের বাবা রফিকুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাই সাগরের বিরুদ্ধে মামলা করেছেন এবং সাগর মিয়া থানায় আটক রয়েছে।
’
গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে শারমিন। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।