ওয়েস্টিন হোটেলে ‘ঢাকা গালা’ প্রদর্শনী শুরু আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ওয়েস্টিন হোটেলে ‘ঢাকা গালা’ প্রদর্শনী শুরু আজ
ওয়েস্টিন হোটেল

এবার আরো বড় পরিসরে ফিরছে ‘ঢাকা গালা’। আজ শনিবার রাজধানীর অভিজাত হোটেল ওয়েস্টিনের বলরুম ২ ও ৩-এ অনুষ্ঠিত হবে এই প্রিমিয়াম লাইফস্টাইল এক্সপো।

আয়োজকরা জানান, বিগত বছর বেগ এজওয়াটারে আয়োজিত প্রদর্শনীটির সফলতার পর এবার আরও বড় পরিসরে আয়োজন করা হচ্ছে এই ইভেন্ট। দুই দিনের এই প্রদর্শনীতে ফ্যাশন, জীবনধারা, সৌন্দর্য এবং খাদ্যশিল্পের শীর্ষ ব্র্যান্ডগুলো অংশগ্রহণ করবে, যা ব্যবসায়ীদের জন্য একটি অভিজাত নেটওয়ার্কিং এবং বিক্রয় প্ল্যাটফরম হিসেবে কাজ করবে।

নিরাপত্তা ও ভেন্যু নির্বাচন : অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশ নিশ্চিত করতে ওয়েস্টিন ঢাকার উন্নত নিরাপত্তাব্যবস্থা, দর্শনার্থীদের উপস্থিতি ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে এটি আয়োজকদের প্রথম পছন্দ হয়েছে।

প্রদর্শনীর প্রধান আকর্ষণ ৫০টির বেশি দেশসেরা ব্র্যান্ড তাদের প্রিমিয়াম পণ্য প্রদর্শন করবে। যা উদ্যোক্তা, ব্যবসায়ী ও শিল্পনেতাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করবে। প্রদর্শনীটি সকাল ১০টা থেকে রাত ১২টা অবধি চলবে, শেষ হবে আগামীকাল রবিবার।

মন্তব্য

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
সংগৃহীত ছবি

‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগের গদিতে আগুন জ্বালো একসাথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

মন্তব্য

গুলশানে পুলিশ প্লাজার পাশে গুলি, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গুলশানে পুলিশ প্লাজার পাশে গুলি, যুবক নিহত
প্রতীকী ছবি : সংগৃহীত

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তদের গুলিতে সুমন (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে।

নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। রাজধানীর ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

তার প্রতিষ্ঠানটি মহাখালী টিভিগেইট এলাকায়। সুমনের বাবার নাম মাহফুজুর রহমান। মৃত সুমন এক ছেলে ও এক মেয়ের জনক।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহামেদ গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করেন।

তিনি সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সুমনকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা। 

তার মাথায় বুকের বামপাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের আত্মীয়-স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।’

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, ‘অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অনেকেই তাকে টেলি সুমন নামে ডাকেন। এ বিষয়ে তদন্ত চলছে।

নিহতের স্বজন রুবেল জানান, স্থানীয় সেভেন স্টার নামের এক সন্ত্রাসী গ্রুপের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। তারাই হত্যা করতে পারে বলে তার ধারণা।

মন্তব্য

পল্লবীতে রাজউকের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পল্লবীতে রাজউকের অভিযান
সংগৃহীত ছবি

নির্মীয়মান ভবনের ব্যত্যয় রোধে রাজধানীর পল্লবীতে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.বি.এম. এহছানুল মামুন।

অভিযানে নির্মীয়মান ৫টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করায় নির্মীয়মান এক ভবনের দ্বিতীয় তলায় আংশিক ক্যান্টিলিভার স্লাব ভাঙা হয়।

এ ছাড়াও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে স্থানীয় ডেসকো প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ভবন মালিক ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে রাজউক অনুমোদিত নকশা হতে ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে আগামী ১৫ দিনের মধ্যে অপসারণ করে নেবেন বলে অঙ্গীকারনামা প্রদান করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন রাজউকের জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি,  সহাকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক এবং অন্যান্য কর্মকর্তারা।

প্রাসঙ্গিক
মন্তব্য

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রাজধানীতে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ, স্বামী আটক
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় বিষপানে শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর পরিবার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার স্বামী সাগরের বিরুদ্ধে খিলগাঁও থানায় অভিযোগ করেছে এবং পুলিশ তাকে আটক করেছে।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে স্বজনরা গৃহবধূ শারমিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শারমিন জাহান শাম্মী বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

শারমিনের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, তার মেয়ে সম্পর্ক করে গত ৬ বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তানও রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর কয়েক মাস ভালোই কাটছিল তাদের সংসার। জামাই গাড়িচালক।

পরে জানতে পারি, সাগর প্রায় নেশা করত। ঠিকমতো কাজকর্ম করে না। এসব নিয়ে আমার মেয়েকে মারধর করত। এ সব নিয়ে বেশ কয়েকবার বিচার সালিসি করা হয়েছে।

আরো পড়ুন
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যে কাজগুলো জরুরি

 

তিনি অভিযোগ করে বলেন, ‘সাগর আমার মেয়েকে মারধর করেছে। গত মঙ্গলবার বাসার বাজার করা নিয়ে মারধর করে, পরদিন বুধবার বিকেলে মেয়ে কীটনাশক জাতীয় ট্যাবলেট পান করে অসুস্থ হয়ে পড়ে বলে জানায় তারা। পরে তাকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে বুধবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই শারমিন জাহান শাম্মী বলেন, ‘এ ঘটনায় মৃত শারমিনের বাবা রফিকুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার অভিযোগে জামাই সাগরের বিরুদ্ধে মামলা করেছেন এবং সাগর মিয়া থানায় আটক রয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার চকবরুল গ্রামের রিকশাচালক রফিকুল ইসলামের মেয়ে শারমিন। বর্তমানে খিলগাঁও মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ