মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও দোয়ার আয়োজন

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মনোহরদীতে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও দোয়ার আয়োজন
ছবি: বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘ মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে মাসজুড়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এছাড়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরাও ইফতার সামগ্রী পাচ্ছেন।

গত শুক্রবার জামেয়াতুল মদিনা মাদ্রাসায় এতিম ও অসহায় ছাত্রদের নিয়ে আনন্দঘন পরিবেশে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।

এই দোয়া মাহফিলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ মনোহরদী শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় আলেম-উলামা, মাদ্রাসার মোহতামিম, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহতী কার্যক্রম পুরো রমজান মাসজুড়ে চলমান থাকবে।

আয়োজনে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে এবং তাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করা হয়েছে।

স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং সামাজিক সংগঠনগুলোর এ ধরনের মানবিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটিয়ায় ইফতার বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পটিয়ায় ইফতার বিতরণ
ছবি: কালের কণ্ঠ

বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম পটিয়া শাখার আয়োজনে ট্রাফিক পুলিশ, নিরাপত্তা কর্মী, শ্রমজীবী, সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) পটিয়া থানার মোড় পোস্ট অফিস, বাস স্ট্যান্ড, ডাক বাংলো মোড় এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল, মোঃ আজগর, শুভসংঘ সদস্য মোঃ সাজ্জাত, মোঃ মিজান, মোঃ আজাদসহ অন্যান্য সদস্যরা।

শহরের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে যারা থাকেন তাদের সারাদিন অনেক কষ্ট করতে হয়।

অনেক সময় ডিউটিরত অবস্থাতেই তারা ইফতার করে নেন। বসুন্ধরা শুভসংঘের বন্ধুদের ইফতার পেয়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য বলেন, আপনাদের এই ভালোবাসাময় ইফতার আমাদের কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলে, কাজের প্রতি আরো উৎসাহ দেয়। আপনাদের এই ভালো কাজ অব্যাহত থাকুক, আপনাদের জন্য শুভকামনা। বসুন্ধরা শুভসংঘের ইফতার পেয়ে শ্রমজীবী, সুবিধাবঞ্চিত শিশু ও পথচারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
 

এ সময় সমাজসেবক ও কামরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ একটি নাম করা প্রতিষ্ঠান। আর শুভসংঘের ভালো কাজগুলো ইতিমধ্যে সবার নজরে এসেছে। পটিয়াতে শুভসংঘের সার্বিক কার্যক্রমকে সাধুবাদ জানান তিনি।

ইফতার পাওয়া বেলাল হোসেন জানান, তিনি শহরের চকবাজার থাকেন।

প্রায় সময় তাকে ইফতার গাড়ীতেই করতে হয়। আজ শুভসংঘের ইফতার পাওয়াতে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। 

পথশিশু সৌরভ বলেন, আমরা কাগজ-বোতল সংগ্রহ করি। যা পাই তা দিয়ে ইফতার কেনা হয় না। ইফতারের সময় মানুষ যা দেয় তাই খাই।

শুভসংঘের ইফতার পেয়ে একটা মুচকি হাসি দেয় সৌরভ। যে হাসিটা যেন লক্ষ টাকা পাওয়ার মতো আনন্দ প্রকাশ করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেলেন সেই মালেক-রাশিদা দম্পতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বসুন্ধরা শুভসংঘের ঈদ উপহার পেলেন সেই মালেক-রাশিদা দম্পতি
ছবি: কালের কণ্ঠ

‘স্বামী প্যারালাইজড, দুর্ঘটনায় স্ত্রীও হারিয়েছেন হাত’ শিরোনামে সম্প্রতি দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া সংস্করণে প্রকাশিত একটি ডিজিটাল প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এটি দেখে বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার বন্ধুরা অসুস্থ মালেকের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন।

প্যারালাইজড মালেক ও দুর্ঘটনায় হাত হারানো স্ত্রী রাশেদা বেগম যেন নির্ভাবনায় আনন্দে ঈদে উদযাপন করতে পারে, সে জন্য তাদের হাতে চাল, সেমাই, চিনি, আলু, পেঁয়াজ, মসুর ডাল, গুঁড়া দুধ, পোলাওর চাল, তেল, লবণ ও নগদ টাকা তুলে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। ঈদ উপহার পেয়ে তার চোখে-মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে ও চোখে পানি চলে আসে।

উপহারগুলো পেয়েই তারা বড় নিশ্বাস ছেড়ে বলেন ‘সবকিছু আল্লাহ তায়ালার দয়া’। এ সময় আব্দুল মালেক দম্পতি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামানের সঞ্চালনায় উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখা বগুড়ার উপদেষ্টা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াহেদ সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর হারুন ইবনে সালাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আসাদুল্লাহ-আল-গণি,  সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোছা: তাসলিমা খাতুন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মেহেদী হাসান,  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রভাষক মোঃ জামিউর রহমান ও কালের কণ্ঠ ডিজিটালের মাল্টিমিডিয়া রিপোর্টার মো. তহমিদুর রহমান।

এ সময় অধ্যক্ষ প্রফেসর মো: শওকত আলম মীর বলেন, রমজান মাসে আমরা সবাই যে একত্রিত হতে পেরেছি এই জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এমন শুভ কাজে আমরা সব সময় পাশে থাকতে চাই। ক্ষুদ্র পরিসরে হলেও আমরা শুরু করলাম তার জন্য বসুন্ধরা শুভসংঘের আয়োজকদের ধন্যবাদ জানাই। আগামীতে আমরা যেন আরও বড় পরিসরে করতে পারি এই আশা করছি।

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সভাপতি নাজমুল হোসেন  বলেন, সব শুভকাজে পাশে থাকতে চায় বসুন্ধরা শুভসংঘ।

ক্ষুদ্র পরিসরে হলেও বৃদ্ধ প্যারালাইজড মালেকের পরিবারের কাছে  উপহার দিতে পেরেছি আমরা। ইনশাল্লাহ, এভাবেই মানবতার জয় হবে।  

বসুন্ধরা শুভসংঘ সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির বলেন, মানবিক কাজে আমরা সব সময় এগিয়ে আসতে চাই। একটি পরিবারকে ঈদ উপহার দিতে পারলাম আমরা। এটি আমাদের যেমন ভালো লাগছে ওই পরিবারটিও উপকৃত হবে বলে আশা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আবু সায়েম নিশাত, আবু তালহা, এস এম তারিকুল ইসলাম, তারমিন আক্তার, নুরনবী হোসেন নাবী, মোঃ মেহেদী হাসান রাকিব, আছিয়া আক্তার শিলা, মোঃ আব্দুর রউফ সজীব, জান্নাতুল নাঈম ও জান্নাতুল ফেরদৌস।

প্রাসঙ্গিক
মন্তব্য

রংপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন বিতরণ

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
রংপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন বিতরণ
রংপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে কোরআন বিতরণ

রংপুর নগরীর বাহার কাছনা এলাকার হামিউস সুন্নাহ মাদরাসার শিশু শিক্ষার্থীদের হাতে কোরআন বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (১৯ মার্চ) দুপুরে বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার আয়োজনে ১০ জন শিশুর মধ্যে বিনা মূল্যে এ কোরআন শরিফ বিতরণ করা হয়।

কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন, হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ, শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ শাফি, মুহাম্মদ মাসুদুর রহমান, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।  

আরো পড়ুন
এবার নববর্ষের শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক

এবার নববর্ষের শোভাযাত্রা হবে অন্তর্ভুক্তিমূলক

 

এ সময় নতুন কোরআন শরিফ পেয়ে বুকে জড়িয়ে রাখে শিশুরা।

কোরআন শরিফ পেয়ে মুহাম্মদ আবদুল রাহাত বলে, ‘আমি কোরআন শুদ্ধভাবে শিখতে চাই। কোরআন পড়ে আল্লাহর আদেশ নির্দেশের কথা জানব এবং অন্যকেও জানাব।’

হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি আরিফ বিল্লাহ বলেন, ‘একদিন এই শিশুরাই কোরআনের আলোয় নিজে আলোকিত হবে এবং অন্যকে আলোকিত করবে। এরা আমাদের জাতির ভবিষ্যৎ।

এদের হাত ধরে সমাজটা একদিন সত্যিই সুন্দর হবে।’

বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাদাকাত হোসেন বলেন, কোরআন মানবজাতির জন্য পথ নির্দশনকারী। কোরআন নাজিলের মাস পবিত্র মাহে রমজানে মাদরাসার ছাত্রদের মাঝে কোরআন বিতরণের মাধ্যমে আমরা তাদের জ্ঞান ও নৈতিকতায় উদ্বুদ্ধ করতে চাই। পবিত্র কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনে ছাত্ররা এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য

মিরপুরে শ্রমজীবী-সুবিধাবঞ্চিতদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
শেয়ার
মিরপুরে শ্রমজীবী-সুবিধাবঞ্চিতদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ইফতার বিতরণ
মিরপুর-২ নম্বরের শিয়ালবাড়ি বস্তিবাসীর মাঝে ইফতার বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা। ছবি : কালের কণ্ঠ

মিরপুর-২ নম্বরের শিয়ালবাড়ি বস্তিবাসীর অনেকেরই জানাশোনা পরিচিত মুখ বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানার বন্ধুরা। নানা ধরনের সহায়তা নিয়ে এই বস্তিতে প্রায়শই হাজির হন তারা। বস্তিবাসী তাদের আদর করে ডাকে ‘বসুন্ধরা শুভসংঘের মামা’ বলে।

গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে মিরপুর ২ নম্বর শিয়ালবাড়ি বস্তিতে হঠাৎ হাজির হন বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানার বন্ধুরা।

সুবিধাবঞ্চিত মানুষগুলো তাদের দেখেই বুঝতে পারেন, তারা তাদের জন্য কিছু নিয়ে এসেছেন। তাদের দেখেই ছুটে আসে শিশু থেকে বৃদ্ধ। বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা পরম মমতায় তাদের হাতে তুলে দেন ইফতার সামগ্রী ও পানির বোতল। ইফতার সামগ্রীতে ছিল- খেজুর, মাল্টা, জিলাপি, বিরিয়ানি ও সালাদ।
 

আরো পড়ুন
ট্রান্সজেন্ডার নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আদালতের স্থগিতাদেশ

ট্রান্সজেন্ডার নিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আদালতের স্থগিতাদেশ

 

রুনা নামের এক নারী এসেছেন তার দুই বছরের বাচ্চাকে কোলে নিয়ে। তিনি বসুন্ধরা শুভসংঘের দেওয়া ইফতার পেয়ে বলেন, ‘আমরা গরিব মানুষ। ভালা খাওন দিয়া ইফতার করনের সামর্থ্য নাই। তয় বসুন্ধরা শুভসংঘের মামারা সব সময় ভালা ভালা জিনিস নিয়া আহে।

আইজকা ইফতার পাইয়া খুব খুশি লাগতাছে। মজা কইরা ইফতার করবার পারমু।’

বস্তির আশপাশে শ্রমজীবী মানুষের মাঝেও ইফতার সামগ্রী বিতরণ করেন বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানার বন্ধুরা। ইফতার পেয়ে আনন্দ প্রকাশ করেন সবাই। 

আরো পড়ুন
ফ্রিজ পরিষ্কার রাখার কয়েকটি উপায়

ফ্রিজ পরিষ্কার রাখার কয়েকটি উপায়

 

রোজা রেখে সারাদিন রিকশা চালিয়েছেন আক্কাস মিয়া।

শরীরের ঘাম তখনো শুকায়নি। কিছুক্ষণ পরেই আযান হবে। আজ কি দিয়ে ইফতার করবেন তাই ভাবছিলেন।  ইফতার যোগার করতে যাবেন এমন সময় বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা তার হাতে হঠাৎ ইফতার সামগ্রী ও পানি তুলে দেন। ইফতার পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আইজ আমার টেহা বাঁইচা গেলো। খরচের সাথে আর পারা যায় না। আপনেগো খাবার পেট ভইরা খাইতে পারমু। গায়ে শক্তি পামু। ধন্যবাদ আপনেগো।’

ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ রূপনগর থানার সভাপতি শাইমুল আজাদ চয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান তাওছিফ, সমাজ কল্যাণ সম্পাদক মাজেদুর রহমান, দপ্তর সম্পাদক আবির হোসেন, সদস্য সায়মন প্রমুখ।

আরো পড়ুন
পরিত্যক্ত বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পরিত্যক্ত বাড়ি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

 

রূপনগর থানার সভাপতি চয়ন বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং রমজানের আনন্দ তাদের সঙ্গেও ভাগ করে নেওয়া। ভবিষ্যতে এমন আরো উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ