বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি। বসন্ত উৎসব উদযাপনে মেতেছেন বলিউড নায়ক-নায়িকারা। কেউ সপরিবারে, আবার কেউ বা যুগলে। কেউ বন্ধুদের সঙ্গে সদলবলে।
বাংলায় যা দোল, বলিউডে তাই হোলি। বসন্ত উৎসব উদযাপনে মেতেছেন বলিউড নায়ক-নায়িকারা। কেউ সপরিবারে, আবার কেউ বা যুগলে। কেউ বন্ধুদের সঙ্গে সদলবলে।
ভিকি কৌশলের সঙ্গে প্রায় চার বছরের বিবাহিত জীবন ক্যাটরিনা কাইফের। বিয়ের পর থেকে প্রতিবার রঙের উৎসবে শামিল হতে দেখা গেছে অভিনেত্রীকে।
এমনিতে স্বামীকে চোখে হারান সোনাক্ষী সিনহা। তবে রঙের উৎসবে একা একা অভিনেত্রী।
কিছুদিন আগেই বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া বিচ্ছেদের খবরে শিরোনাম হলেও রঙের উৎসবে যেন ফের কাছাকাছি তারা। এদিন রাভিনা ট্যান্ডনের বাড়িতে রঙ খেলে বেরোতে দেখা যায় যুগলকে।
শুটিংয়ে ব্যস্ত থাকায় ‘সিকান্দার’ সিনেমার সেটেই হলো রঙ খেলা। সেটে সবার সঙ্গে উৎসবে রঙিন হয়ে উঠলেন সালমান খান।
দোলের দিনেও ছুটি নেই মালাইকা অরোরার। কলকাতায় এক অনুষ্ঠানে এসেছেন অভিনেত্রী। সেখানে নিজের ‘ঢোলনা’ গানে নাচতে দেখা যায় তাকে।
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলার সঙ্গে কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেমের চর্চা সর্বত্র। যদিও দোল উদযাপন করেছেন বাড়িতেই, বাবা-মা ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে। হোলির রঙে রঙিন করেছেন সহকারী থেকে বন্ধু— সবাইকে। একেবারে মন খুলে আবির নিয়ে হুল্লোড় আরিয়ান পরিবারে।
সম্পর্কিত খবর
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস-বাইফা’র উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন তাসনোভা মাহবুব সালাম। তিনি একুশে টেলিভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি তাকে প্রতিষ্ঠানটির উপদেষ্টা পদে মনোনীত করা হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) গত তিন বছর ধরে আয়োজন করে আসছে বাইফা অ্যাওয়ার্ড।
গণমাধ্যমে বিশেষ অবদানের জন্য গতবছর ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২০২৪’ এবং ‘বিজিসিএফ অ্যাওয়ার্ড-২০২৪’ সম্মাননা পেয়েছেন তাসনোভা মাহবুব সালাম। পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসা প্রতিষ্ঠান টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
তাসনোভা মাহবুব সালাম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। তারপর ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স করেন।
তাসনোভা মাহবুব সালাম মরহুম এ কে এম মাহবুবুল আলমের কনিষ্ঠ কন্যা।
দেশের ইসলামী সাংস্কৃতির অন্যতম পথিকৃৎ সংগঠন সাইমুম শিল্পীগোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর ধানমণ্ডিতে হোয়াইট হল রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি বলেন, ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয় বরং পরষ্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ গড়তে চায় সরকার।
ইফতার মাহফিলে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘বাঙালি সংস্কৃতির অজুহাত দেখিয়ে ইসলামী সংস্কৃতিকে বিভাজন করা হয়েছিলো, যার কারণেই ৫ আগস্ট হয়েছে। সব ধর্ম, সমাজ, বিশ্বাসকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এদেশেরই অংশ। কারো ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয়, পরষ্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ বিনির্মান করতে চায় সরকার।’
ইফতার মাহফিল ঘিরে প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে সাইমুমের সাবেক ও বর্তমান শিল্পী, কবি, নাট্যকার, অভিনেতা, গীতিকার ও সুরকারদের মিলনমেলা বসে।
ইফতার মাহফিল থেকে প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত কবি মতিউর রহমাম মল্লিক, সাবেক সভাপতি কবি আসাদ বিন হাফিজসহ প্রয়াত সব শিল্পীকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিগ বসে অংশ নেওয়ার পর পরিচিতি পান এজাজ খান। এরপর তাঁকে আরো বেশ কিছু রিয়ালিটি শোতে দেখা গিয়েছে। বর্তমানে বেশ পরিচিত মুখ তিনি। তবে জীবনে তিক্ত অভিজ্ঞতাও কম হয়নি এ তারকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেলে থাকার সময়ের অভিজ্ঞতা শেয়ার করেন এজাজ। সেখানেই উঠে এসেছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। তাঁরা একই সঙ্গে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন বলেই জানিয়েছেন এজাজ।
হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দিন এজাজ জানিয়েছেন, এই সময় তিনি কিভাবে আরিয়ান খানকে সাহায্য করেছেন। দাবি করেছেন জেলে থাকা বিভিন্ন ক্রিমিনাল, দুষ্কৃতিদের হাত থেকে বাঁচিয়েছেন শাহরুখপুত্রকে। এজাজ খানকে ২০২১ সালে গ্রেপ্তার করা হয় একটি মাদক মামলায় জড়িত থাকার কারণে।
এজাজ জানান, অমন একটা পরিবেশে খুব শোচনীয় অবস্থার মধ্যে ছিলেন আরিয়ান। ৩৫০০ হাজার ক্রিমিনাল ছিল ওখানে, তাঁদের মধ্যে থাকার অর্থ কোনো নিরাপত্তা না রাখা। সেই সময়ের স্মৃতি হাতড়ে তিনি এদিন বলেন, ‘ওই সময় শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও জেলে ছিল। আমি ওকে সাহায্য করেছি, জল সিগারেট পাঠাতাম।
২০২১ সালে একটি মাদক মামলায় আরিয়ান খানকে কাস্টডিতে নেওয়া হয়েছিল। ২৬ দিন জেলে থাকার পর ২০২১ সালের ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান খান। তবে এদিন আজিজ খান যে দাবিগুলো করেছেন সেই বিষয়ে এখনও নিজের কোনও মতামত না বক্তব্য জানাননি আরিয়ান খান। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন তার পরিচালিত প্রথম সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর মুক্তি নিয়ে।
ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সবর তিনি। বর্তমানে শোবিজে নিয়মিত না হলেও পাশাপাশি যুক্ত রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রসাধনী প্রতিষ্ঠানের সঙ্গে। সম্প্রতি সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা।
এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।
বিষয়টি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান শবনব।
এদিকে, অভিনেত্রীর সেই স্ট্যাটাসের পরপরই সাজিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, রাকিবুল হাসান নামের সেই যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। বুধবার (১৯ মার্চ) রাতে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানানো হয়। যেখানে বলা হয়, গত ১৮ মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান আপত্তিকর কমেন্ট করেন।
স্ট্যাটাসে আরও জানানো হয়, এ নিয়ে ইতোমধ্যে আমাদের সুরক্ষা কমিটির তদন্ত চলছে এবং প্রতিষ্ঠানের নীতিমালার ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সাজিদা ফাউন্ডেশনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে শবনম ফারিয়া পাল্টা এক পোস্টে লেখেন– ‘অনলাইনে বা অফলাইনে, কেউই কোনো নারীর প্রতি হয়রানি করার অধিকার রাখে না। অসম্মানজনক আচরণ কখনোই সহ্য করা উচিত নয়, আর জবাবদিহিতা নিশ্চিত করাই একটি নিরাপদ পরিবেশ তৈরির জন্য গুরুত্বপূর্ণ। আমি সাজিদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার জন্য। তাদের এই দ্রুত সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে, এমন আচরণের ফলাফল ভোগ করতে হয়, তা যেখানেই হোক না কেন। আসুন, আমরা সবাই হয়রানির বিরুদ্ধে দাঁড়াই এবং সৌহার্দ্য ও শ্রদ্ধাশীলতার পরিবেশ গড়ে তুলি।’