গুরুদাসপুর

লিচুর বাগানে মৌ চাষ, উভয় পক্ষই লাভবান

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
শেয়ার
লিচুর বাগানে মৌ চাষ, উভয় পক্ষই লাভবান
ছবি: কালের কণ্ঠ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় লিচুর বাগানে মৌমাছি চাষ করে লাভবান হচ্ছেন মৌ খামারি ও লিচুচাষিরা। উপজেলাজুড়ে লিচুর মুকুলে মৌমাছির আনাগোনা বাড়ায় পরাগায়ন ভালো হচ্ছে, ফলে লিচুর ফলনও বাড়ছে।

গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, চাপিলা, ধারাবারিষা ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে মোজাফ্ফর, বেদেনা, বোম্বাই, মাদ্রাজি ও চায়না-থ্রি জাতের লিচুর চাষ হচ্ছে। গাছে গাছে মুকুলের মিষ্টি সুগন্ধে মৌমাছিরা ছুটে আসছে।

লিচুচাষিরা তাদের বাগানে মৌমাছির বাক্স স্থাপন করেছেন, যা থেকে মৌমাছিরা মুকুল থেকে মধু সংগ্রহ করছে।

মৌ চাষি সাইদুল ইসলাম, আব্দুল করিম, শাহিন আলম ও সোহেল সরকার বলেন, প্রতিটি বাক্সে একটি রানি মৌমাছি, একটি পুরুষ মৌমাছি ও অসংখ্য কর্মী মৌমাছি রয়েছে। কর্মী মৌমাছিরা মুকুল থেকে মধু সংগ্রহ করে বাক্সে জমা করে। লিচুর মধু আমাদের বাড়তি আয়ের উৎস।

স্থানীয় চাষিদের পাশাপাশি সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ ও পাবনা থেকে মৌ চাষিরা এসে মধু সংগ্রহ করছেন। ছোটবড় নানা আকৃতির মৌ বাক্স বসিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হচ্ছে।

নাজিরপুর ইউনিয়নের পুরস্কারপ্রাপ্ত লিচুচাষি মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০০০ সালের দিকে নাজিরপুরে স্বল্প পরিসরে লিচুর আবাদ শুরু হয়েছিল। এখন উপজেলাজুড়ে বাণিজ্যিকভাবে লিচু চাষ হচ্ছে।

কৃষি বিভাগের পরামর্শে আমরা সফলতা পাচ্ছি।

গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ বলেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়, ফলে ফলন বাড়ে। উপজেলায় ৪১০ হেক্টর জমিতে ৩০০ বাগানে ১০০ জন মৌ চাষি ৭ হাজার মৌ বাক্স স্থাপন করেছেন। এ বছর ৩০ মেট্রিক টন লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যার বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

মৌ চাষ ও লিচুর আবাদে গুরুদাসপুরের কৃষকরা এখন উভয় দিক থেকেই লাভবান হচ্ছেন।

এ পদ্ধতি কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

আশুলিয়ায়

যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর

সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভার (ঢাকা) সংবাদদাতা
শেয়ার
যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার হামলা-ভাঙচুর
ছবি: কালের কণ্ঠ

সাভারের আশুলিয়ায় যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে দাওয়াত না দেয়ায় অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল ভাঙচুর, ডেকোরেটর কর্মীদের মারধর ও খাবার নষ্ট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীদের আটক করতে পারেনি। 

শনিবার (২২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাবনারটেক মাঠে এই ঘটনা ঘটে।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক আশুলিয়া থানা যুবদল নেতা জহিরুল ইসলাম বলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি পিয়ার আলী ও তার সহযোগী মো. ইদ্রিসের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে প্যান্ডেল, মোটরসাইকেল ও সাউন্ড সিস্টেমের বক্স ভাঙচুরসহ ডেকোরেটর কর্মীদের মারধর করা হয়েছে।

হামলাকারীরা এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং দুটি মোটরসাইকেল নিয়ে যায়। এছাড়া তারা ২৫শ লোকের জন্য রান্না খাবার নষ্ট করেছে।

তিনি আরো বলেন, ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে প্রধান অতিথি করা হয়েছিল। কিন্তু পিয়ার আলীর অভিযোগ, দাওয়াত না পেয়েই ক্ষুব্ধ হয়ে এই হামলা চালানো হয়।

তাদের হামলায় যুবদল কর্মী সাঈদ ও শাহাদাত আহত হয়েছে।

হামলার ঘটনায় অভিযুক্ত পিয়ার আলীর সঙ্গে যোগাযোগ করতে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, হামলা ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য
সন্ত্রাসী কর্মকাণ্ড ও মামলাবাজি

বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
বিএনপির এক নেতার পদ স্থগিত, আরেকজনকে শোকজ
সংগৃহীত ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জে বিএনপির এক নেতার পদ স্থগিত ও আরেক নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি।

আজ শনিবার রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত আলাদা চিঠিতে এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে কাজিপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর পদ স্থগিত এবং জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। 

আরো পড়ুন
কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

 

মিজানুর রহমানকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আধিপত্য বিস্তারে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, দলীয় কোন্দল সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হলো।

অ্যাডভোকেট নাজমুল ইসলামকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মতো অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব জেলা বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমা দিতে হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

জমে উঠেছে ৫১৭ বছরের ঐতিহ্যের ঘোড়ার মেলা

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
শেয়ার
জমে উঠেছে ৫১৭ বছরের ঐতিহ্যের ঘোড়ার মেলা
ঘোড়ার মেলা

জয়পুরহাটের আক্কেলপুরে ঐতিহ্যবাহী গোপিনাথপুর দোল পূর্ণিমার মেলা জমে উঠেছে। শত শত বছর ধরে চলে আসা এই মেলা শুধু দোল উৎসবের কেন্দ্রবিন্দু নয়, এটি উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম পশুর হাট হিসেবেও পরিচিত। বিশেষ করে, ঘোড়ার মেলা হিসেবে এটি সুপরিচিত, যেখানে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে আসা ঘোড়া ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের মিলন ঘটে।

ঘোড়ার মেলায় এসেছে দেশের নানা প্রান্তের বাহারি ঘোড়া বিজলি,কিরণমালা,রানী,সুইটি, ভারতীয় তাজীসহ অনেক নামী ঘোড়া।

ক্ষিপ্রতা, শক্তি ও বুদ্ধিমত্তার কারণে এসব ঘোড়ার কদর অনেক বেশি। ক্রেতারা তাদের পছন্দের ঘোড়া কিনতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন।

আরো পড়ুন
সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

 

মেলা আয়োজকদের তথ্য অনুযায়ী, ৫১৭ বছরেরও বেশি সময় ধরে গোপিনাথপুরে দোল পূর্ণিমার সময় এই মেলা বসে। ইতিহাস ঘেঁটে জানা যায়, প্রায় সোয়া পাঁচশ বছর আগে এক সাধক নন্দিনী প্রিয়া গোপিনাথপুর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গভীর জঙ্গলে একটি মন্দির স্থাপন করেন।

সেখানে পূজা-অর্চনার আয়োজনের মধ্য দিয়েই মূলত এই মেলার সূচনা হয়। সে সময় বাংলার শাসক নবাব আলাউদ্দিন হোসেন শাহ গোপিনাথপুর ভ্রমণে এসে এই সাধকের আতিথ্য গ্রহণ করেন। মুগ্ধ হয়ে তিনি তাম্রফলকে লিখে গোপীনাথপুর ও গোপালপুর মৌজার সম্পত্তি দেবোত্তর হিসেবে দান করেন। এরপর থেকে প্রতি বছর দোল পূর্ণিমার সময় এখানে মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

এই মেলাকে উত্তরাঞ্চলের একমাত্র ঘোড়া বেচাকেনার হাট হিসেবে ধরা হয়। সারা দেশ থেকে ক্রেতা-বিক্রেতারা আসেন এখানে। যদিও মেলা মাসব্যাপী চলে, তবে প্রথম ১০ দিন মূলত পশুর হাট বসে। এবারের মেলাতেও দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া ব্যবসায়ীরা এসেছেন। তাদের মধ্যে আছেন জামালপুরের রফিকুল ইসলাম।

যিনি গত ৪৫ বছর ধরে এই মেলায় আসেন এবং এবার নিয়ে এসেছেন ৪৭টি ঘোড়া।

এবারের মেলায় সবচেয়ে দামি ঘোড়ার মধ্যে রয়েছে, একটি ভারতীয় তাজী ঘোড়া। যার দাম হাঁকা হয়েছে নয় লাখ টাকা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের ইউনুস আলীর পাঁচ বছরের ভুটিয়া ঘোড়া সবচেয়ে বেশি আলোচিত। যার দাম হাঁকা হয়েছে আড়াই লাখ টাকা।

আরো পড়ুন
কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে ৭৫০ জনের বিরুদ্ধে মামলা

 

ক্রেতারা ঘোড়া কেনার আগে মাঠে তাদের দৌড় পরীক্ষা করেন। দরদাম চূড়ান্ত হলে নির্ধারিত খেলার মাঠে নিয়ে গিয়ে ঘোড়ার গতি, শক্তি ও কর্মক্ষমতা প্রদর্শন করা হয়।তাই দর্শকদের জন্যও এটি এক বড় আকর্ষণ।

মেলায় শুধু ঘোড়াই নয়, গরু, মহিষ, ছাগল ও ভেড়া কেনাবেচাও হয়।তবে সবচেয়ে বেশি ভিড় হয় ঘোড়ার হাটেই। আশেপাশের গ্রামগুলোতে এ উপলক্ষে এক ধরনের উৎসবের আবহ তৈরি হয়।

মেলা আয়োজকদের মতে, এতো বড় মেলা হলেও পর্যাপ্ত বিস্তীর্ণ মাঠের অভাব রয়েছে, যা ঘোড়ার দৌড় ও ক্রেতা-বিক্রেতার লেনদেনের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করছে। তবে মেলার আয়োজক ও গোপিনাথপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জানিয়েছেন, রমজান মাসের কারণে এবার সার্কাস ও যাত্রাপালা বন্ধ রাখা হয়েছে। তবে গ্রামীণ মেলার অন্যান্য আয়োজন ঠিকই রাখা হয়েছে।

মেলায় প্রচুর মানুষের সমাগম হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, গোপীনাথপুরের মেলাটি প্রাচীন মেলা। এখানে বিশালাকৃতির ঘোড়া এসেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে। রমজানের পবিত্রতা ও নিরাপত্তার জন্য বিনোদনমূলক যাত্রা, সার্কাসের অনুমোদন দেওয়া হয়নি। কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

আরো পড়ুন
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

 

ঐতিহ্যবাহী গোপিনাথপুর দোলযাত্রার মেলা শুধু একটি পশুর হাট নয়। এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক উৎসব। দেশ-বিদেশ থেকে আগত ঘোড়া ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীদের মিলনমেলা এই মেলাকে আরও রঙিন করে তোলে। ঘোড়ার গতি, শক্তি ও শৈল্পিক সৌন্দর্য দেখতে যেমন মানুষের ভিড় জমে, তেমনই ব্যবসায়িক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়।

সময় বদলালেও ৫১৭ বছরের ঐতিহ্য বহন করা এই মেলা আজও তার গৌরব ধরে রেখেছে এবং উত্তরবঙ্গের মানুষের জন্য এটি এক অনন্য সাংস্কৃতিক আয়োজন।

মন্তব্য

সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন
ছবি : কালের কণ্ঠ

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন রাত পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগামীকাল রবিবার থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন বিভাগ জানিয়েছে, সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পান বনরক্ষীরা।

পরে বনসংলগ্ন গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে যান তারা। আগুন যাতে ব্যাপক এলাকায় বিস্তার না ঘটে সে জন্য অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা (ফায়ার লেন) করা হয়েছে।

আরো পড়ুন
আগামী নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই : নাসির উদ্দীন পাটোয়ারী

আগামী নির্বাচনে আ. লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই : নাসির উদ্দীন পাটোয়ারী

 

জানা যায়, বাগেরহাট জেলাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই কিলোমিটার দূরের খালে পাম্প মেশিন বসিয়ে পাইপ টানা শুরু করেছেন।

একই সঙ্গে বন বিভাগেরও একটি পাম্প মেশিন বসানো হয়েছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার নেমে আসায় রাতে আর কাজ করাও সম্ভব হচ্ছে না। আগামীকাল রবিবার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ।
 

এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এতে ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন
স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

স্কুল কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

 

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। তারা অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা।

আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা হয়েছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। 

স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর জানান, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোনো উৎস নেই। বনের খাল তার দূরত্বও ঘটনাস্থল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার। শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। বন বিভাগের আরো একটি পাম্প মেশিন বসানো হয়েছে। তবে অন্ধকারে কাজ করা সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন
নাইজারে মসজিদে হামলায় নিহত ৪৪, ৩ দিনের শোক ঘোষণা

নাইজারে মসজিদে হামলায় নিহত ৪৪, ৩ দিনের শোক ঘোষণা

 

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাদ-ই আলম রাত সাড়ে ৭টায় মোবাইল ফোনে বলেন, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। দুই কিলোমিটার পর্যন্ত পাইপ টানা হয়েছে। রাত হওয়ায় কাজ করা যাচ্ছে না। সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, তিন থেকে চার একর এলাকায় আগুন ছড়িয়েছে। অগ্নিকাণ্ড এলাকার চারপাশে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং বন বিভাগের নিজস্ব ফায়ার টিমও প্রস্তুত রয়েছে। সকাল থেকে পুরোপুরি কাজ শুরু হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ