ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ স্থানে উচ্ছেদে নামছে পুলিশ

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ৬ স্থানে উচ্ছেদে নামছে পুলিশ
সংগৃহীত ছবি

ঈদে রংপুর-পঞ্চগড় মহাসড়ক হয়ে ঘরে ফেরা মানুষজনের নিরাপত্তা নিশ্চিতে প্রায় দুই শ কিলোমিটার সড়কের দুর্ঘটনাপ্রবণ ৬টি স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। ট্রাফিক পুলিশ, জেলা ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার হাইওয়ে পুলিশের রংপুর রিজিওনাল অফিসে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত বাস্তবায়ন এবং মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা দিতে রংপুর বিভাগ হাইওয়ে পুলিশ জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে সর্বাত্মক কাজ করার সিদ্ধান্ত হয়। 

আরো পড়ুন
জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

জামায়াতের সেক্রেটারি জেনারেলের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

 

সভায় ট্রাফিক জংশন গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগা, তারাগঞ্জ বাজার, দশ মাইল, সৈয়দপুর শুটকির মোড়ে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা এবং এসব জংশন পয়েন্টে মহাসড়ক থেকে সব দোকান এবং পার্কিং উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া যাত্রী উঠানো এবং নামানোর জন্য স্থান নির্দিষ্ট করার সিদ্ধান্তও হয়। সভায় মূল সড়কে থ্রি হুইলার এবং অটোরিকশা চলতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়।

হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘ঈদের আগে এবং পরে দ্রুতগতির মোটরসাইকেল, মাইক্রোবাস এবং কিশোরদের ডিজে পার্টির পিকআপ নিয়ন্ত্রণে এবং দুর্ঘটনা প্রতিরোধে বড়দরগা, তারাগঞ্জ এবং দশ মাইল হাইওয়ে থানা এলাকায় যৌথভাবে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে। সব পুলিশ সদস্যকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, এবারের ঈদযাত্রা হবে নিরাপদ এবং অপেক্ষাকৃত যানজটমুক্ত।’

সভায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সাত থানার অফিসার ইনচার্জ, গাইবান্ধা জেলার সার্কেল এএসপি রশিদুল বারী, লালমনিরহাট জেলার সার্কেল এসপি জয়ন্ত, পঞ্চগড় জেলার টিআই বেলাল, রংপুর জেলার টিআই (প্রশাসন) নূর সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

ভালুকায় সংরক্ষিত বনে আগুন, পুড়েছে বেত বাগান ও বাঁশঝাড়

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
ভালুকায় সংরক্ষিত বনে আগুন, পুড়েছে বেত বাগান ও বাঁশঝাড়
ছবি: কালের কণ্ঠ

ময়মনসিংহের ভালুকায় দুবৃত্তের আগুনে পুড়েছে সংরক্ষিত বনের প্রায় ৩ একর বেত বাগান, ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশঝাড়। উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চাঁনপুর এলাকায় সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

বন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার উথুরা রেঞ্জের আওতায় আঙ্গারগাড়া বিটের চাঁনপুর এলাকার সংরক্ষিত বনাঞ্চল।

ওই স্থানে বড় বড় গজারি, সেগুন গাছের নিচে লাগানো বেত বাগান ও বাঁশের ঝাড় রয়েছে। ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে সংরক্ষিত ওই বনের গাছ থেকে ঝড়ে পড়া শুকনো পাতায় আগুন লাগে। খবর পায়ে বন বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন বেত বাগানের ভেতর শুকনো পাতায় দ্রুত ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় প্রায় ৩ একর এলাকার বেতবাগান ও ছোট ছোট গাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে লাগানো বাঁশের ঝাড়।

স্থানীয়রা জানায়, গজারি বনের ভেতর বেতবাগান থাকায় চোরদলের বনের গাছ কেটে নিতে সমস্যা হয়।

তাই গাছকাটা চোরেরা তাদের সুবিধার্থে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে বেতবাগান পুড়ে ফেলে।

বন বিভাগের আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মো. মাজহারুল হক জানান, রবিবার ইফতারের আগ মুহূর্তে বিটের চাঁনপুর এলাকা থেকে বনে আগুনের খবর পাওয়া যায়। ওই স্থানে বড় বড় গজারী-সেগুন গাছের নিচের ফাঁকা অংশে বেতবাগান, বাঁশঝাড় এবং ছোট ছোট অন্যান্য গাছও ছিল। এই মৌসুমে গাছের পাতা ঝড়ে পড়ে বনের ভেতর শুকনো পাতার স্তর পড়ে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

কিন্তু, বেত কাঁটার জন্য ভেতরে প্রবেশ করা যায়নি। এতে, শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। 

তিনি জানান, বনের ক্ষতি করার জন্য কেউ হয়তো উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। আগুনে প্রায় ৩ একর বনভূমির বেত বাগান ও বাঁশ ঝাড়ের ক্ষতি হয়েছে।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় রাত ৯ টায় দিকে বনের আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ অজানা বলে তিনি জানান।

প্রাসঙ্গিক
মন্তব্য

পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

    ৬৭ হাজার দুই শ টাকায় বিক্রি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
শেয়ার
পদ্মার এক কাতলে জেলে শওকতের মুখে হাসি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় এক মাছ শিকারির জালে ২৮ কেজি ওজনের কাতলা মাছ ধরা পড়েছে। উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের কলাবাগান এলাকার পদ্মা নদীতে মঙ্গলবার (২৫ মার্চ) মাছটি ধরা পড়ে। 

পদ্মা নদীতে নৌকা নিয়ে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলে শওকত হোসেন ও তার সঙ্গীরা। এ সময় ওই জেলের জালে ধরা পড়ে বিশাল আকারের একটি কাতল মাছ।

পরে মাছটি বিক্রি করতে নিয়ে যান দৌলতদিয়া ঘাট এলাকায় ভাই ভাই নামের এক মাছের আড়তে। সেখানে কাতলটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। এ সময় ২৮ কেজি ওজন মেপে ৬৭ হাজার দুই শ টাকায় কাতলটি নিলামে বিক্রি করেন জেলে শওকত।

দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, ‘ভাই ভাই মাছের আড়তে নিলাম ডাকে দুই হাজার চার শ টাকা কেজি দরে আটাশ কেজি ওজনের কাতল মাছটি আমি কিনে নেই।

পরে মোবাইল ফোনে ভিডিও কলে মাছটি দেখিয়ে ঢাকার একজন সৌখিন মাছক্রেতার কাছে সামান্য লাভে মাছটি আমি বিক্রি করেছি।’ 

কাতলটি ভালো দামে বিক্রি করতে পেরে জেলে শওকত ও তার সঙ্গীদের মুখে হাসি ফুটেছে বলে জানান স্থানীয়রা।

মন্তব্য

সখীপুরে মানসিক প্রতিবন্ধীকে মারধর, চেয়ারম্যানের কক্ষে তালা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
সখীপুরে মানসিক প্রতিবন্ধীকে মারধর, চেয়ারম্যানের কক্ষে তালা
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার কক্ষে তালা দিয়েছেন এলাকাবাসী।

গতকাল সোমবার (২৪ মার্চ) বিকেল ৫টায় পরিষদের সচিব ও চেয়ারম্যানের কক্ষে তালা দেওয়া হয়। এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যানের অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মানববন্ধনে উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রবি, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিএম বজলুর রহমান, শিপু জামান বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন।

আরো পড়ুন
যে কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ১.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিল জাপান

যে কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দিকে ১.৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিল জাপান

 

বক্তারা দাবি করেন- চেয়ারম্যান নূরে আলম মুক্তা একজন মাদকসেবী, তিনি পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়াল-খুশি মতো কাজ করে চলছেন। আমরা অনতিবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ চাই।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার সকালে ওই পরিষদের ভিজিএফের চাল বিতরণের নির্ধারিত তারিখ থাকার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর হস্তক্ষেপে সচিবের কক্ষটি খুলে দেওয়া হয়।

এর আগে গত রবিবার (২৩ মার্চ) বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তিকে মারধর করেন।

গতকাল সোমবার দুপুরের পর মোতালেব হোসেনকে লাথি মারার চার সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নেটিজেন ও স্থানীয়দের মধ্যে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়।

আরো পড়ুন
ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

ঘুষ গ্রহণের অভিযোগে খুলনার প্রকৌশলীর ৫ বছরের কারাদণ্ড

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন ইউপি সদস্য জানান, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে চেয়ারম্যানকে লাথি মেরেছেন। মূলত তিনি মানসিক প্রতিবন্ধী, বিষয়টি চেয়ারম্যানের জানা ছিল না।

পরিবারের লোকজনও মোতালেব হোসেনের মানসিক প্রতিবন্ধী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কাটছাঁট করে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনৈতিক প্রতিহিংসা।’

আরো পড়ুন
দুদকের মামলায় খালাস পেলেন বরকত উল্লাহ বুলু

দুদকের মামলায় খালাস পেলেন বরকত উল্লাহ বুলু

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী বলেন, ‘পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে।

চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

কলাপাড়ায় আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
কলাপাড়ায় আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাবুল মিয়াকে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) গভীর রাতে তাকে পৌর শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও হামলার ঘটনায় গত ৫ আগস্ট পরবর্তী দায়ের করা মামলায় বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ