কলাপাড়ায় আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
কলাপাড়ায় আ. লীগ নেতা ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. বাবুল মিয়াকে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

আজ মঙ্গলবার (২৫ মার্চ) গভীর রাতে তাকে পৌর শহরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, কলাপাড়া উপজেলা বিএনপির অফিস ভাংচুর ও হামলার ঘটনায় গত ৫ আগস্ট পরবর্তী দায়ের করা মামলায় বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

জোনাকির পরিবার পেল ঈদ উপহার

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
জোনাকির পরিবার পেল ঈদ উপহার
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে চার বছর আগে চোখে আলো ফোটা জোনাকি (১৪) নামের এক কিশোরীর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। শুক্রবার (২৮ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার তুলে দেন তিনি। 

জোনাকির চোখে আলো ফুটলেও মুখে হাসি ফুটছে না। জোনাকির চাচা আমির হোসেন, দুই ফুফু হাসিনা আক্তার ও নাসরিন আক্তারও দৃষ্টিপ্রতিবন্ধী।

ফুফাত বোন রুপা ও ভাই মারুফ জন্মান্ধ। একচোখে দেখতে পান না জোনাকির চাচি শিউলী আক্তার। দুঃখের এখানেই শেষ নয়, জোনাকির বাবাও চোখে অনেক কম দেখেন।

আরো পড়ুন
এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’

এবার ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘কন্যা’

জোনাকির পরিবারকে চিকিৎসাসেবা দেওয়ার আশ্বাস দিয়ে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাদেশে অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান নয়ন প্রমুখ।

জোনাকিকে নিয়ে কালের কণ্ঠ অনলাইনে ২০২২ সালের ১৮ জানুয়ারি ‘জন্মান্ধ জোনাকি/এবার তার দেখা কল্পনায় নয়, মুগ্ধতায়’ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সময় এক তরুণ ব্যবসায়ীর উদ্যোগে জোনাকির চোখে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হলে চোখে আলো ফুটে জোনাকির।

আরো পড়ুন
বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

বেইজিংয়ের কাছে ৫০ বছরের পানি ব্যবস্থাপনার মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

মন্তব্য

স্বামীকে লুকিয়ে রেখে নিজ মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা, অতঃপর...

বামনা (বরগুনা) প্রতিনিধি
বামনা (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
স্বামীকে লুকিয়ে রেখে নিজ মেয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা, অতঃপর...
সংগৃহীত ছবি

স্বামীকে লুকিয়ে রেখে অপহরণ ও গুমের অভিযোগে মামলা দিয়ে নিজ মেয়ে জামাইকে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ওই শাশুড়ি নাম মোসা. লাইলী বেগম (৫৪)। তিনি উপজেলার দক্ষিণ রামনা এলাকার আব্দুল খালেকের স্ত্রী।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে মামলার বাদী লাইলী বেগমের স্বামীকে বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা কাজলার পাড় থেকে উদ্ধার করেছে।

আরো পড়ুন
বরিশালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

বরিশালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

 

জানা গেছে, গত বছর ১৫ অক্টোবর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণ ও গুমের অভিযোগ এনে নিজ মেয়ে ও মেয়ে জামাইসহ ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে শাশুড়ি লাইলী বেগম। মামলার আসামিরা হলেন—মেয়ে জামাই উপজেলার দক্ষিণ কাকচিরা গ্রামের মো. হুমায়ুন হাওলাদার (৩৫), মেয়ে ডলি আক্তার (৩০), আল-আমীন (২৮), মুন্নি বেগম (২৩), রাসেল খান (২৬) ও শামীম (২৩)।

মামলার প্রথম আসামি মো. হুমায়ুন হাওলাদার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ির কয়েকজন আত্মীয়র সাথে তার বিরোধ চলছিল। একারণে তারা কৌশলে তাকে ফাঁসানোর জন্য তার শ্বশুরকে লুকিয়ে রেখে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

জামাতা হুমায়ুন হাওলাদার বলেন, আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর পরে আমি শ্বশুরের অবস্থান জানতে খোঁজ নিতে শুরু করি। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর তার অবস্থান জানতে পারি।  আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমার বিরুদ্ধে মামলার প্রধান স্বাক্ষী তার ছেলে মামুনের কাছে ঢাকার যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকায় রয়েছেন তিনি। সেখানে একটি খামারে তিনি চাকরি করছেন।

আমি অবস্থান নিশ্চিত হওয়ার পরেই বিষয়টি বামনা থানায় জানালে বামনা থানা পুলিশ যাত্রাবাড়ীর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসে।

আরো পড়ুন
ধানমণ্ডিতে ডাকাত ধরতে পুলিশকে সহায়তা করে পুরস্কৃত ৬ জন

ধানমণ্ডিতে ডাকাত ধরতে পুলিশকে সহায়তা করে পুরস্কৃত ৬ জন

 

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো.হারুন অর রশিদ হাওলাদার জানান, দীর্ঘদিন হুমায়ুনের সঙ্গে তার শালি শিরিনের পারিবারিক কোন্দলের সৃষ্টি  হয়। শিরিন তার বাবা খালেককে সরিয়ে রেখে কোর্টে একটি সিআর গুম মামলা করে। কোর্ট থেকে সরাসরি উদ্ধারের জন্য আমাদের একটি আদেশ দেয়। সেই আদেশের আলোকে আমাদের এসআই উওম কুমার দাস তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা থেকে তাকে উদ্ধার করে।

প্রাসঙ্গিক
মন্তব্য

বরিশালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতিবেদক, ব‌রিশাল
শেয়ার
বরিশালে দুই সাংবাদিককে মারধরের ঘটনায় থানায় মামলা
ছবি: কালের কণ্ঠ

বরিশালে আদালতের প্রবেশের সময় দুই ফটো সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।  


মামলায় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহ ১৩ জনকে এজাহার নামীয় ও ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন ব‌রিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

 

ওসি মিজানুর রহমান বলেন, ‘মামলায় আসামিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, মারধর ও ক্ষয়ক্ষতি করাসহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।’

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ১২-১৫ জন লোক স্থানীয় দুটি সংবাদ মাধ্যমের দুই ফটো সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা হয়। হামলাকারীরা দুই সাংবাদিককে মারধর, তাদের ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ সময় আদালতের প্রধান ফটকেই এক সাংবাদিকের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

হামলায় আহত দুই ফটো সাংবাদিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
 

মন্তব্য

সিলেটে এক দিনে ১৭ ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে এক দিনে ১৭ ছিনতাইকারী গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেটের বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দিনে ১৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ৯। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৯ এর অধিনায়ক মঞ্জুর করিম। এর আগে বৃহস্পতিবার ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চালায় র‌্যাব।
 
গ্রেপ্তাররা হলেন— বাদল মিয়া কাউছার (২৭), সুহেল আহম্মদ রকি (২০), মো. সাজা মিয়া (৩১), তায়েফ আহম্মদ (২৬), শেখ মনির ওরফে কালা মনির (৩০), খোরশেদ মিয়া (২৭), আকাশ হোসেন (২১), মো. শাহীন (৩২), সায়মন (২২), রমজান আল আমিন (২১), মাসুম মিয়া (৩৫), আশাদুল মিয়া (৪২), শামীম মিয়া (৩০),  মো. বাদশা মিয়া (৩০), দেলোয়ার হোসেন (৪৮), আজাদ (৩০) ও সুমন (২২)।

আরো পড়ুন
বেইজিংয়ের কাছে পানি ব্যবস্থাপনার ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

বেইজিংয়ের কাছে পানি ব্যবস্থাপনার ৫০ বছরের মহাপরিকল্পনা চেয়েছে ঢাকা

 

র‌্যাব জানায়, আসন্ন ঈদে সিলেটে কিশোর গ্যাং চাঁদাবাজ, ছিনতাইকারীর তৎপরতা বেড়েছে। ঈদকে কেন্দ্র করে এই বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। গ্রেপ্তাররা চিহ্নিত ছিনতাইকারী। মাদকের টাকা জোগাড় করতেই এই অপকর্ম চালাতো বলে তারা র‌্যাবের কাছে জানিয়েছেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ