চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
।