রাজধানী থেকে সংঘবদ্ধ টিকিট কালোবাজারিচক্রের ৮ সদস্যকে আটক করেছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, রেলের অসাধু কর্মী ও সহজ ডটকমের যোগসাশজে হয় ট্রেনের টিকিট কালোবাজারি। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস (৩৪), তার ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ (২৬), মো. ফারুক (৫৫), আব্দুল্লাহ আল মুমিন (৩০), প্রকাশ চন্দ্র রায় (৩৪), বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মো. জুবায়ের (২৯), মো. সোহেল রানা (২১) ও চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামান (৩৫)।