বারমুডা ট্রায়াঙ্গল, এই নাম শুনলেই মনে হয় এক রহস্যময় জায়গা যেখানে জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে যায়। যুগ যুগ ধরে এই জায়গাকে নিয়ে নানা গল্প-কাহিনি ছড়িয়েছে, যা একে আরো রহস্যময় করে তুলেছে।
কিন্তু আসলে বারমুডা ট্রায়াঙ্গল কী? এর পেছনে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি সবই বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে পড়ে? চলুন, একে গভীরভাবে জানার চেষ্টা করি।
বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চল, যা তিনটি জায়গার মধ্যে বিস্তৃত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পুয়ের্তো রিকো, ব্রিটিশ টেরিটরির বারমুডা অঞ্চল। এই তিনটি স্থানকে যোগ করলে যে কাল্পনিক ত্রিভুজ হয়, সেটাকেই বলা হয় বারমুডা ট্রায়াঙ্গল।
রহস্যের শুরু বারমুডা ট্রায়াঙ্গলের রহস্য বহু বছর ধরে চলে আসছে। অনেকেই দাবি করেন, এখানে প্রবেশ করা জাহাজ ও বিমান কোনো কারণ ছাড়াই অদৃশ্য হয়ে যায়।
এখানে ঘটে যাওয়া বিখ্যাত কিছু ঘটনা হলো-
১) ফ্লাইট ১৯ (১৯৪৫) - পাঁচটি বিমান একসাথে উধাও ১৯৪৫ সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড়েছিল, কিন্তু তারা আর ফিরে আসেনি। পাইলটদের শেষ রেডিও বার্তায় তারা বিমানের দিক হারানোর কথা বলেছিলেন। উদ্ধারকারী বিমানও তাদের খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
২) এমভি সাইক্লোপস (১৯১৮) - ৩০৯ জনের মৃত্যু একটি বিশাল জাহাজ, যা ৩০৯ জন নাবিক নিয়ে বারমুডা ট্রায়াঙ্গলে প্রবেশ করার পর কোনো সন্ধান পাওয়া যায়নি।
৩) ফ্লাইট ডিসি থ্রি (১৯৪৮) - ৩২ জনের হাওয়া হয়ে যাওয়া একটি যাত্রীবাহী বিমান পুয়ের্তো রিকো থেকে ফ্লোরিডার দিকে যাচ্ছিল। মাঝ আকাশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উধাও হয়ে যায়।
বারমুডা ট্রায়াঙ্গলকে অলৌকিক শক্তি বা ভিনগ্রহের প্রাণীর কাজ বলে মনে করা হয়, কিন্তু বিজ্ঞানীরা একে ভিন্নভাবে ব্যাখ্যা করেন-
চৌম্বকীয় বিভ্রান্তি বারমুডা ট্রায়াঙ্গল এলাকায় পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের কিছু ব্যতিক্রম দেখা গেছে। যা কম্পাস ও দিকনির্দেশক যন্ত্রকে বিভ্রান্ত করতে পারে। ফলে জাহাজ বা বিমান পথ হারিয়ে বিপদের সম্মুখীন হয়।
বিশাল গ্যাস বিস্ফোরণ এই অঞ্চলের সমুদ্রতলে প্রচুর পরিমাণ মিথেন গ্যাস জমে আছে। কোনো কারণে এটি ফেটে গেলে বিশাল বুদবুদ তৈরি হয়। যা পানির ভাসমান শক্তি কমিয়ে দেয়। এর ফলে জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যেতে পারে।
হঠাৎ ঝড় ও বিশাল ঢেউ আটলান্টিক মহাসাগর অত্যন্ত উত্তাল এলাকা। যেখানে হঠাৎ করে ১০০ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। যা বড় বড় জাহাজকেও নিমিষে ডুবিয়ে দিতে পারে।
গলফ স্ট্রিম এখানে সমুদ্রের এক বিশেষ প্রবাহ আছে, যা খুবই শক্তিশালী। গলফ স্ট্রিম কোনো ছোট জাহাজকে মুহূর্তের মধ্যে অন্য জায়গায় সরিয়ে নিতে পারে। ফলে তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়।
তাহলে বারমুডা ট্রায়াঙ্গল কি সত্যিই ভয়ংকর?
বিজ্ঞানীদের মতে, বারমুডা ট্রায়াঙ্গল আসলে অন্যান্য সমুদ্র অঞ্চলের মতোই স্বাভাবিক। সেখানে প্রাকৃতিক নিয়মে দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এই এলাকায় বিমান ও জাহাজ চলাচল স্বাভাবিকভাবেই চলছে।
সূত্র : ডিসকভার ম্যাগাজিন