ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাত্র দুইদিন আগেও যখন যুবদলের সদস্য সচিব আবু কাউছারের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদাবাজির অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়, ঠিক তখনই 'বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই এবং ভবিষ্যতে চাঁদাবাজদের ঠাঁই হবে না' বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বক্তব্য দিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নান।
আরো পড়ুন
ভারতের দেওয়া তথ্য শেখ হাসিনা উপেক্ষা করেছিলেন : জয়শঙ্কর
শনিবার (২২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি হুঁশিয়ারী দিয়ে এসব কথা বলেন।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'বিএনপিতে যদি কোনো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসীর খবর আপনারা খুঁজে পান, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিক উদ্যোগ নিয়ে সাংগঠনিকভাবে সেইসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ।
'
আরো পড়ুন
গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল কলেজছাত্রের
পরে কালের কণ্ঠের পক্ষ থেকে নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সওজের যাত্রী ছাউনী দখল করে সেখানে উপজেলা যুবদলের সদস্য সচিব আবু কাউছারের চাঁদাবাজি নিয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে, সে বিষযে তাঁর দৃষ্টি আনলে তিনি বলেন, 'বিষয়টি আমি শুনেছি। তদন্ত করা হচ্ছে, সত্যতা পেলে প্রযোজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।' তবে সাংবাদিকদের সব সংবাদে ইদানিং সঠিক তথ্য থাকে না বলেও তিনি অভিযোগ করেন।
আরো পড়ুন
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা আবু কাউছার কালের কণ্ঠকে বলেন, 'বাঙ্গরা বাজারে যাত্রী ছাউনী নিয়ে আমার বিরুদ্ধে করা চাঁদাবাজির অভিযোগের কেও প্রমাণ দিতে পারলে, রাজনীতি নিজে থেকেই ছেড়ে দেব।
এসব সস্পূর্ণ অপপ্রচার। মূলত রাজনৈতিকভাবে আমাকে ঘায়েল করতে একটি চক্র আমার বিরুদ্ধে এসব মিথ্যা সংবাদ মিডিয়ায় প্রচার করেছে। আমি এসব মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'
শনিবারের ইফতার মাহফিলে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাসুদুল হক মাসুদসহ জেলা এবং উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাজী কবির আহমেদ ভূঁইয়া। এ সময় নবীনগর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ছাড়াও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।