অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
শেয়ার
অস্ত্রসহ সুমন বাহিনীর পাঁচ সদস্য আটক

জাহাজে চুরির প্রস্তুতির সময় শুক্রবার (২১ মার্চ) বিকেলে বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন ভদ্রা নদী থেকে কুখ্যাত সুমন বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ১২টি বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, ৯ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে গতকাল শনিবার এই তথ্য জানানো হয়েছে। আটকৃতরা হলেন মো. জনি, মো. আলিরাজ, স্বপন মুন্সি, মো. আজিম ও মো. মেজবাহ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে সুমন বাহিনীর পাঁচ সদস্য হারবারিয়ার উদ্দেশে যাচ্ছে এমনখবর পেয়ে কোস্ট গার্ডের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোট তল্লাশি করে অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়।

মন্তব্য

সম্পর্কিত খবর

সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন

আজ চট্টগ্রামের সীতাকুণ্ড-সন্দ্বীপ নৌ রুটে আনুষ্ঠানিকভাবে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ফেরির সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া প্রান্ত ও সন্দ্বীপের গুপ্তছড়ায় ফলক উন্মোচন করা হবে। এ ছাড়া সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের যুক্ত হওয়ার কথা রয়েছে। সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন সরকারের সাত উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ দুই সহকারী।

স্থলভাগ থেকে বিচ্ছিন্ন সন্দ্বীপে যাতায়াতের দুর্ভোগ ও ভোগান্তি দীর্ঘদিনের। অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি, বিদ্যুৎ, সড়ক, রেল পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ড. ফাওজুল কবির খান সন্দ্বীপের সন্তান। সরকারে যোগ দেওয়ার পর থেকে পিছিয়ে পড়া এই জনপদের যাতায়াতের দুর্ভোগ কমাতে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন। ফেরি সার্ভিস প্রকল্পটি তার মধ্যে অন্যতম।

মন্তব্য

ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
শেয়ার
ওয়ার্ড বিএনপির সভাপতি বহিষ্কার

মণিরামপুরের হরিদাসকাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আসাদুজ্জামান মিন্টু জানান, সম্প্রতি হরিদাসকাটি এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরজান হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি, ঘের দখল, সরকারি গাছ কাটা, অবৈধ মাটি কাটা ছাড়াও এক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

ফলে উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনের নির্দেশে সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমানকে দায়িত্ব দেওয়া হয় বিষয়টি তদন্তের পর প্রতিবেদন দাখিল করতে। খান শফিয়ার রহমান তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। পরে সভা ডেকে আরজানকে বহিষ্কার করা হয়।

মন্তব্য

৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি

ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চত্বরে সুলভ মূল্যের দোকানে ৬৫০ টাকা কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন মুরগির ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সুলভ মূল্যের দোকান গতকাল রবিবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সুলভ মূল্যের দোকানে গরুর মাংস ও ডিম বিক্রি করা হবে। লাইনে দাঁড়িয়ে একজন ব্যক্তি ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস ও ১০০ টাকায় এক ডজন ডিম কিনতে পারবেন।

মন্তব্য
সংক্ষিপ্ত

বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
আত্রাই-রানীনগর (নওগাঁ) প্রতিনিধি
শেয়ার
বিএনপি নেতার গোয়ালঘর থেকে চোরাই গরু উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত জেলা গরুচোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহর (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব তথ্য জানান। পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদীঘি গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ-বগুড়া-গাইবান্ধা-জয়পুরহাট জেলা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামাণিককে আত্রাই থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি নেতা আব্দুল গফুর শাহর বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। ১৩টির মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ