গাজীপুরে অটোরিকশায় চাঁদাবাজি, চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
গাজীপুরে অটোরিকশায় চাঁদাবাজি, চালকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে সিএনজি চালিত অটোরিকশায় চাঁদাবাজি এবং হাইওয়ে পুলিশের হয়রানীমূলক মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন চালকরা। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টা থেকে ঢাকা-জয়দেবপুর সড়কের নলজানি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সিএনজি চালিত অটোরিকশা চালকরা জানান, মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে গত কয়েক মাস যাবৎ গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় জোরপূর্বক প্রতি সিএনজি চালিত অটোরিকশা থেকে প্রতিদিন ১০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। চাঁদা দিতে না চাইলে চালকদের হুমকি দেওয়া হয় এবং জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়া হয়।

কেউ প্রতিবাদ করলে নানাভাবে হয়রানি ও মারধর করা হয়। এ ছাড়া গাজীপুর হাইওয়ে সড়কগুলোতে চলাচল করতে গেলে হাইওয়ে পুলিশ সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে মামলা দিচ্ছে।

আরো পড়ুন
বাড়ল আরো একদিন, এবার ঈদে ৯ দিন সরকারি ছুটি

বাড়ল আরো একদিন, এবার ঈদে ৯ দিন সরকারি ছুটি

 

তারা বলেন, মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা দাবিয়ে বেড়াচ্ছে। আর সিএনজি চালিত অটোরিকশার কাগজপত্র ঠিক থাকলেও পুলিশ যখন-তখন তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে।

বাধ্য হয়ে তারা চাঁদাবাজির বিরুদ্ধে এবং পুলিশি হয়রানীর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

এদিকে সিএনজি চালিত অটোরিকশায় চাঁদাবাজিকালে আজ বৃহস্পতিবার সকালে চালকরা চাঁদাবাজির অভিযোগে এহসানুল হক (২৫) ও মো. সাদ্দাম হোসেনকে (৩২) ধরে পুলিশে সোপর্দ করেছেন।

বাসন থানার ওসি কায়সার আহমদ জানান, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজদের গ্রেপ্তারের আশ্বাসে চালকরা বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘জিএম কাদেরকে ফোন, আপনি ঢাকা গেলেই অ্যারেস্ট হবেন’

রংপুর অফিস
রংপুর অফিস
শেয়ার
‘জিএম কাদেরকে ফোন, আপনি ঢাকা গেলেই অ্যারেস্ট হবেন’
ছবি: কালের কণ্ঠ

গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আমাকে ঢাকা থেকে আজকে একজন বলেছে, আপনি ঢাকা গেলেই আপনাকে অ্যারেস্ট করা হবে। রংপুরে লোকের সামনে সরকার আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। এটাকে আমি আমার অন্তর থেকে অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছিলাম। আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করিনা এবং আমার কাছে এটি ভালো লেগেছে যে রংপুরের লোক সব সময় সত্যের পথে থাকে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

জিএম কাদের বলেন, সারা দেশ একদিকে, রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছেন। ওরা গতানুগতিক ধারায় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেয় না।

সত্যের পথে দাঁড়ায়। তারা দেখিয়েছে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করা হয়।

জিএম কাদের বলেন, উই ডোন্ট মাইন্ড। তোমরা জনসম্মুখে থাকো।

কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পাঁয়তারা করছে। এসব পাঁয়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করব। যেখানেই আমাদের বাধা দেওয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
জীবন দিয়ে হলেও সেটা আমরা করব।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কখনো অবাধ সুষ্ঠু বলা যাবে না। প্রতিটি রাজনৈতিক দল, যেগুলো বৈধ রাজনৈতিক দল, তাদেরকে নিয়ে সঠিকভাবে নির্বাচন দিতে হবে।

মন্তব্য

গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
গাছ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. মিলন ফকির (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. রেজাউল মাতুব্বর (৩৪) নামে আরো এক শ্রমিক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন ফকির একই উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের মৃত মহের ফকিরের ছেলে। আহত রেজাউল একই গ্রামের রব মাতুব্বরের ছেলে।

নিহতের পরিবার জানান, নিহত মিলন ও আহত রেজাউল দীর্ঘদিন ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। শনিবার সকালে তারা মাঝারদিয়া চরপাড়া এলাকায় গাছ কাটতে যান।

বিকেলে মিলন একটি গাছে উঠে ডাল কাটতে ছিলেন। এ সময় গাছের ডাল ভেঙে নিচে থাকা অপর শ্রমিক রেজাউলের মাথার ওপর পড়ে। এতে তারা দুজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
অপর আহত রেজাউল হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ওসি তদন্ত মারুফ হাসান রাসেল।

প্রাসঙ্গিক
মন্তব্য

অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফের মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টার সময় নৌকাডুবির ঘটনায় নাফ নদী থেকে চার রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) ভোররাত সাড়ে ৪টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে। তবে নিখোঁজ রোহিঙ্গার সঠিক সংখ্যা জানা না গেলেও সন্ধ্যা পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ‘রোহিঙ্গাদের একটি দল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে নৌকাডুবি হয়। নৌকা ডুবির খবর পেয়ে সৈকতের পাশ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিক স্থানীয় জেলেদের নৌকা নিয়ে উদ্ধার করতে নেমে ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এতে উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া এক বিজিবি সদস্য নিখোঁজ হন।

শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার বাসিন্দা মোহাম্মদ আরমান বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে সৈকতের দিকে হাঁটতে যায়।

এসময় রোহিঙ্গাদের একটি দলকে সাঁতরে কূলের দিকে উঠে আসে। তাদের মধ্যে নারী ও শিশু ছিল। রোহিঙ্গাদের ওই নৌকাটি মিয়ানমার থেকে আসছিল। উদ্ধার রোহিঙ্গাদের অনেকে বলতে শুনা গেছে তাদের ২০ থেকে ২৫ জন লোক ডুবে গেছে।
 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন বলেন, অনুপ্রবেশের সময় সাগরে একটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে বিজিবির এক সদস্য নিখোঁজ হওয়ার বিষয়ে জেনেছি। সাগরে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নৌকা ডুবির ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত সময়ে সাবরাং ও শাহপরীর দ্বীপ সৈকত এলাকায় চার জনের মৃতদেহ ভেসে আসে। তাদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু।

তবে নিখোঁজ বিজিবি সদস্য এখনো উদ্ধার হয়নি।

প্রাসঙ্গিক
মন্তব্য

‘কুমিল্লা থেকে নাঙ্গলকোট পর্যন্ত সব আসনেই আমি প্রার্থী হবো’

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘কুমিল্লা থেকে নাঙ্গলকোট পর্যন্ত সব আসনেই আমি প্রার্থী হবো’
সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেছেন, বিএনপিকে শক্তিশালী করেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে নাঙ্গলকোট থেকে কুমিল্লা পর্যন্ত আসন দুইটা হউক আর চারটা হউক সবগুলো থেকে আমি প্রাথী হবো।’

শনিবার (২২ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে আবদুস সাত্তার ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আমার মহিলা ভোটার বেশি। ২০০১ সালে ধানক্ষেত দিয়ে কেন্দ্রে গিয়ে মহিলারা আমাকে এমপি বানাইছে। আমিও তাদের বাড়িতে রাস্তা পৌঁছাই দিছি। বিদ্যুৎ পৌঁছাই দিছি।

ওই মা-বোনদের কাছে আমার সালাম পৌঁছে দেন। আগামী দুই-তিন মাসের মধ্যে তারেক জিয়া দেশে আসবে। প্রস্তুত হন। যেদিন তারেক জিয়া দেশে আসবে সেদিন পুরো বাংলাদেশ বিএনপিতে রূপান্তর হয়ে যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ