ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৭ বন্ধুসহ আটক বলিউড তারকাদের ‘সুজন’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
ধর্মীয় অনুভূতিতে আঘাত, ৭ বন্ধুসহ আটক বলিউড তারকাদের ‘সুজন’
সংগৃহীত ছবি

ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সাত বন্ধুসহ আটক হয়েছেন ওরি ওরফে ওরহান অবাত্রমণি, যিনি বলি তারকাদের ‘সুজন’ বলেই পরিচিত। বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায়  মদ্যপান করায় তাকে আটক করে জম্মু-কাশ্মীর পুলিশ। 

জানা গেছে, জায়গাটিকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে মান্যতা দেওয়ায় সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ব্যাপারে নিষেধ রয়েছে। সেই নিয়মই লঙ্ঘন করেন ওরি।

কাটরা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। যেখানে ওরি-সহ তার সাত বন্ধু দর্শন সিং, পার্থ রায়না, ঋত্বিক সিং, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

রিয়াসি পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ‘ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো কার্যকলাপে কেউ লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ওরির জীবনযাত্রা নিয়ে উৎসাহের অন্ত নেই নেটাপাড়ার বাসিন্দাদের। মাত্র তিন-চার বছরের মধ্যে নেটপ্রভাবী হয়ে উঠেছেন ওরি। আম্বানিদের বাড়ির বিয়ে হোক, কিংবা বলি নায়িকার সাধের অনুষ্ঠান, বলিউডের যে কোনো উদযাপনে তার উপস্থিতি অবধারিত।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

যেখানে প্রেম ও বন্ধুত্ব উঠে আসে সমান্তরাল গতিতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
যেখানে প্রেম ও বন্ধুত্ব উঠে আসে সমান্তরাল গতিতে
সংগৃহীত ছবি

রুসু বাউণ্ডুলে ও বন্ধুপ্রেমী একটা ছেলে। ভার্সিটিতে পড়লেও সারা দিন বাইকে চেপে ঘুরে বেড়ায় আর বাউণ্ডুলে জীবন কাটায়। এদিকে মারজান মাত্র কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে পা দেওয়ার অপেক্ষায় আছে। একই ভার্সিটির সিনিয়র রুসু।

মারজান ক্যাম্পাসে প্রথম পা দিয়েই টের পায়, চলছে নতুনদের র‌্যাগিং! তার সিরিয়াল পড়ে রুসুদের গ্রুপে। মজার বিষয়, সেদিন মারজানকে র‍্যাগ না দিয়ে ছেড়ে দেয় রুসু এবং মারজানকে বলে দেয়, কেউ কিছু বললে বলতে যে ‘আমি রুসুর গার্লফ্রেন্ড’!  

এভাবেই মজার ও ভয়ের একটি দৃশ্য দিয়ে শুরু হয় ‘মন দিওয়ানা’ নাটকের গল্প। এতে জুটি হয়ে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী, নির্মাণ করেছেন হাসিব হোসাইন রাখি। 

নির্মাতার ভাষ্যে, গল্পটা শুধু প্রেমের নয়, বন্ধুত্বেরও।

যেখানে প্রেম ও বন্ধুত্বকে তুলে ধরা হয়েছে সমান্তরাল গতিতে। যা দেখে দর্শকরা ভিন্নতার স্বাদ পাবেন।

‘মন দিওয়ানা’ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন নাদের চৌধুরী। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদ উৎসবে অন্তত ২০টি বিশেষ নাটকের পসরা সাজাচ্ছে সিএমভি।

যা চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মন্তব্য

২০ বছর পর মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা, মিটবে কি মান-অভিমান?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
২০ বছর পর মুখোমুখি শাহরুখ-প্রিয়াঙ্কা, মিটবে কি মান-অভিমান?
সংগৃহীত ছবি

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ খান, একটা সময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত এমন খবর। অভিনেত্রীর বাড়ির নিচে ভোররাতে শাহরুখের গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট গায়ে ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছে অনেক দূর! 

এর পর বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় মুম্বাই ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান ‘দেশি গার্ল’। অন্যদিকে, শাহরুখ নতুন করে বলিউডে ঝড়ো ব্যাটিং শুরু করেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এ যাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি।

 

তবে এবার শোনা যাচ্ছে, কলকাতাতে দুই দশক পর মুখোমুখি হতে যাচ্ছেন শাহরুখ আর প্রিয়াঙ্কা। আর সেই জল্পনা সত্যি হলে ঝড় উঠতে চলেছে!

I Am Happy That Priyanka Chopra Is Around, Only She Makes Me Comfortable' :  Shah Rukh Khan - Cosmopolitan India

গত বছর আম্বানিদের পার্টিতে যোগ দেওয়ার জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। আর বলিউড বাদশাহ সেই অনুষ্ঠানে গিয়েছিলেন চুপিসারে মধ্যরাতে, দেশি গার্ল বেরিয়ে যাওয়ার পর। সেই খবর নিয়েও বলিউডে কম কানাঘুষা হয়নি! 

বলিউড অন্দরমহলের সূত্রে খবর, একে-অপরকে এড়িয়ে যাওয়ার জন্যই ভিন্ন সময়ে পার্টিতে যোগ দেন তারা।

এবার কলকাতায় আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে তাদের যোগ দেওয়ার কথা রয়েছে।

মুখোমুখি কি হবেন তারা? কিংবা মায়ানগরী থেকে বহুদূরে এই কলকাতাতেই মিটবে শাহরুখ-প্রিয়াঙ্কার মান-অভিমান? এমন সব কৌতূহল অস্বাভাবিক নয়!

প্রতিবারের মতো এবারও জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে আইপিএল। আগামী ২২ মার্চ ইডেনে জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের অতিথি তালিকা রীতিমতো চমকে দেওয়ার মতো।সালমান খান থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, কে নেই সেই অতিথি তালিকায়! 

Shah Rukh Khan & Priyanka Chopra Had 'Crazy Chemistry'," Fans Go Berserk As  A 20-Year-Old Ad Resurfaces

প্রাথমিকভাবে সূত্র মারফত খবর, আগামী ২২ মার্চ ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ এবং ‘ভাইজান’ সালমান।

শাহরুখ আসবেন কেকেআর তারকাদের উৎসাহ দিতে। আর সালমান আসবেন নিজের পরবর্তী ছবি ‘সিকান্দার’-এর প্রমোশনে।

জানা গেছে, অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে পারফরম করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, করণ আহুজা, অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালদের। এছাড়া আমেরিকার পপ ব্যান্ড ওয়ান রিপাবলিককেও আমন্ত্রণ জানানো হয়েছে। সব মিলিয়ে শনিবারের ইডেনে চাঁদের হাত বসতে চলেছে।

 

অতিথি তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত করিনা কাপুর, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে সকলেই উপস্থিত থাকছেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না! কিন্তু শাহরুখ-প্রিয়াঙ্কা একমাঠে থাকলে যে দুই তারকার অনুরাগী শিবিরের উন্মাদনার পারদ চড়বে, তা বলাই বাহুল্য।

মন্তব্য

‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে’
সংগৃহীত ছবি

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযগ মাধ্যমেও সরব তাসনিয়া ফারিণ। কাজের খবরের পাশাপাশি মাঝেমধ্যেই নিজের ভাল লাগার নানান খবরও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেই ছবিতে ফারিণকে দেখা গেছে খোলা চুলে মিষ্টি হাসিতে।

 ছবিটির সঙ্গে তিনি ক্যাপশনে জুড়ে দেন, ‘মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে পিকআপ না বউ লাগবে।’ 

May be an image of 1 person and smiling

অভিনেত্রীর মিষ্টি হাসির প্রশংসার পাশাপাশি ক্যাপশনের জন্য নানারকম হাস্যরসাত্মক মন্তব্যও পাচ্ছেন তিনি। একজন লিখেছেন, অসাধারণ হয়েছে হাসিটা। আরেকজন লিখেন, পিকআপ তো লাগবেই, কিন্তু সেটা বউ নিতে যাওয়ার জন্য! এটাই তো আসল প্ল্যান, বুঝলেন কিনা? এর পর সেই মন্তব্যে প্রতিক্রিয়াও দেন ফারিণ।

লিখেন, হাহা। 

সদ্যই উন্মুক্ত হয়েছে ফারিণের নাটক ‘পিকআপ লাগবে’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় এতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান।

প্রাসঙ্গিক
মন্তব্য

সমালোচনার মুখে হানিয়া আমির

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
সমালোচনার মুখে হানিয়া আমির
সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভারতেও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তারা নিয়মিত তার সমাজমাধ্যমে নজর রাখেন। এবার ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া।

তাকে শুনতে হলো, “এবার হিন্দু ধর্ম গ্রহণ করুন।”

কিছু দিন আগেই হলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি।

অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। এই ছবিগুলি শেয়ার করে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বলো না। সবাইকে জানাই হলির শুভেচ্ছা।”

এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তার ভারতীয় অনুরাগীরা।

তবে তার পাকিস্তানি অনুরাগীদের পক্ষ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কীভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

হানিয়ার এই ছবিতে এক নিন্দুককে মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালোবাসা পাবেন।” আর এক নিন্দুকের কথায়, “লজ্জা হওয়া উচিত।

রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!” 

তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”

প্রসঙ্গত, হানিয়া আমিরকে সর্বশেষ দেখা গেছে পাকিস্তানি নাটক ‘কাভি ম্যায় কাভি তুম’-এ।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ