<p>সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মিদশায় ছিল মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ইসলামের দৃষ্টিতে যদি দেশ গড়তে পারি তাহলে আর কেউ ঘুষ খেতে সাহস করবে না, দুর্নীতি করবে না, মা-বোনদের ইজ্জত নষ্ট করবে না এবং মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, বিচারকের আসনে বসে কেউ ঘুষ খাবে না, মানুষ ন্যায়বিচার পাবে। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) রাত ৭টায় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বাসস্ট্যান্ডে এক পথসভায় মন্তব্য করেন তিনি। </p> <p>তিনি আরো বলেন, ‘আমি আর ডামি মিলে যে সংসদ হয়েছিল সেই ইলেকশনে যারা ক্যান্ডিডেট ছিলেন ২০১৪ সালে তাদের যে সম্পদ ছিল ২০১৮ সালে তা ২০ গুণ বেড়ে গেছে। আয়ের উৎস হিসেবে দেখানো হলো মাছের চাষ। খোঁজ নিয়ে দেখা গেল, কোথাও পুকুর নেই।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মাওলানা মোখলেসুর রহমান, সাবেক জেলা আমির আবদুস সোবাহান, সেক্রেটারি হাফেজ এনায়েত হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা হুমায়ুন কবির, সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান, পৌর আমির মাওলানা আলমগীর হোসেন, পৌর নায়েবে আমির আ. রহিম মোল্লা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি সাইফ হাসানসহ অনেকেই।</p>