<p>চাঁদপুরের মেঘনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের দায়ে ৮টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ১৬ জনকে আটক করা হয়। </p> <p>সোমবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও নৌ পুলিশ যৌথ অভিযানে এসব ড্রেজার জব্দ ও ওই ব্যক্তিদের আটক করা হয়েছে।</p> <p>চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন জানান, জেলার মতলব উত্তরের আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে বালু উত্তোলন করছে বেশ কয়েকটি ড্রেজার মেশিন। গোপন সূত্রে এমন সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমরান হোসেনের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় হাতেনাতে ৮টি ড্রেজার জব্দ করা হয়। একই সঙ্গে এসব ড্রেজারের ১৬ জন স্টাফকে আটক করা হয়। যারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন।</p> <p>জেলা প্রশাসক আরো জানান, যে বা যারাই মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত এবং নেপথ্য থেকে কলকাঠি নাড়ছেন। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে।</p> <p>এদিকে, অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট এমরান হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা অভিযানকারী দলের ওপর হামলার চেষ্টা করে। কিন্তু ৩টি স্পিডবোট নিয়ে নৌ পুলিশের সাঁড়াশি অভিযানের কারণে তাদের সেই চেষ্টা নসাৎ হয়ে যায়। </p> <p>অন্যদিকে, চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবাল জানান, জব্দ করা ৮টি ড্রেজার নৌ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ১৬ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।</p>