<p style="text-align:justify">ভারতের ত্রিপুরা সীমান্তে চলতি বছরের ১১ মাসে শুধু সেখানকার সীমান্তরক্ষা বাহিনী (বর্ডার সিকিউরিটি ফোর্স) বিএসএফের হাতে ৬২০ বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। একই সময়ে ৫৫ জন রোহিঙ্গাকে আটক করতে সক্ষম হয় বিএসএফ।</p> <p style="text-align:justify">গতকাল রবিবার বিএসএফের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা রাজ্যের আগরতলার শালবাগানে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এক বছরে এতো বেশি আটকের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি জানানো হয় যে, ধরা পড়েনি এমন অনেক বাংলাদেশিও ত্রিপুরায় অবস্থান করছে।</p> <p style="text-align:justify">ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক দেশের কথা পত্রিকার খবরে বলা হয়, ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্ত হলো ৮৫৬ কিলোমিটার। এসব সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশি প্রবেশের পাশাপাশি চোরাচালানও হচ্ছে। অবৈধভাবে বাংলাদেশি প্রবেশের ঘটনা ওই দেশের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। যে কারণে সীমান্ত সুরক্ষায় আরো জওয়ান বাড়ানোর দাবি উঠে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</p>